আরও পড়ুন: চরম দারিদ্রের সঙ্গে লড়াই! মিষ্টি নেই, বাতাসা-জলেই মায়ের আশীর্বাদ বাঁকুড়ার সোমনাথকে
চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির থেকে ২০২০ সালে মাধ্যমিক পাশ করার পর সন্তোষ বাবু ছেলেকে চুঁচুড়া কলেজিয়েট স্কুলে ভর্তি করেন। মা বৈশাখী দেবী জানান, তাঁর ছেলেকে কখনো 'পড়তে বস' বলতে হয়নি। সময়ের সদ্ব্যবহার বোধ হয় একেই বলে। সোহম জানায় লকডাউন পিরিয়ডের সময় পড়াশোনার কাজটা সম্পন্ন হলেও প্র্যাকটিক্যাল হয়নি সেভাবে। এ বছর মার্চে যখন স্কুল খোলে তখন তার সেই অভাবও পূরণ হয়ে যায়। এখন তার পরবর্তী টার্গেট দিল্লি, মুম্বই, কানপুর বা খড়গপুর যে কোনও আইআইটি । লক্ষ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া।
advertisement
সোহম আরও জানায় পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখতে গান শুনতে ক্রিকেট খেলতেও তার খুব ভালো লাগে। তার প্রিয় অভিনেতা আমির খান এবং তার প্রিয় সিনেমা থ্রি ইডিয়টস। খেলাধুলার মধ্যে ক্রিকেট তার সবচেয়ে প্রিয় এবং পছন্দের ক্রিকেটার হলেন শচীন তেন্দুলকার। সোহমের ৬ টি বিষয়ে ৬ জন শিক্ষক ছিলেন। তার প্রাপ্ত নম্বর, অংক ১০০, ফিজিক্স ৯৯,কেমিস্ট্রি ৯৯, স্ট্যাটিসটিকস ১০০, ইংরেজি ৯৮, বাংলা তে ৯০ পড়াশোনার বাইরে সাঁতার এবং হাতের লেখার জন্য অনেকবার পুরস্কৃত হয়েছে সোহম।
রাহী হালদার