HS Results 2022| Bankura|| চরম দারিদ্রের সঙ্গে লড়াই! মিষ্টি নেই, বাতাসা-জলেই মায়ের আশীর্বাদ বাঁকুড়ার সোমনাথকে

Last Updated:

West Bengal HS Results 2022: উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে সোমনাথ পাল। হতদরিদ্র পরিবারের ছেলে সোমনাথ চায় আগামী দিনে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করতে। 

+
title=

#বাঁকুড়া: শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর বাঁকুড়া জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল৩২,৬৮৬ জন। বাঁকুড়া জেলায় ৫৭ জন পরীক্ষার্থী রাজ্যের মেধাতালিকায় স্থান অধিকার করেছে। তার মধ্যে উচ্চমাধ্যমিকে ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের ছাত্র সোমনাথ পাল।
বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত সানবাঁধা তমালতলা এলাকায়। হাজার প্রতিকূলতাকে পিছনে ফেলে আজ তার এই সাফল্য। জীর্ণ টিনের চালের বাড়িতে বসবাস পরিবারের চার সদস্যের। রয়েছে মা বাবা এক বোন। সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে দারিদ্রের সঙ্গে অসম লড়াই। একেবারে দরিদ্র বাড়ির ছেলে সোমনাথের নুন আনতে বাড়িতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে সে। সেই শুনে পাড়া-প্রতিবেশীরা সোমনাথকে শুভেচ্ছা জানাতে হাজির হন তার বাড়িতে। ততক্ষণ এসে পৌঁছেছে বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকরাও। তবে ছেলে যে এভাবে পঞ্চম স্থান অধিকার করবে তা মোটেও ভাবতে পারেনি তার মা মুক্তা পাল। বাড়িতে যে মিষ্টি নেই, চূড়ান্ত অভাবের সংসারে ছেলেকে স্টিলের গ্লাসে জল খাইয়ে আশীর্বাদ করেন মা। হাসিমুখে মায়ের হাতে জল খেয়ে মা এবং বাবার পা স্পর্শ করে সোমনাথ। ততক্ষণে মায়ের চোখে দানা বেঁধেছে জল।
advertisement
আরও পড়ুন: ঝোড়ার জল বেড়ে বিপত্তি! ক্ষতির মুখে রাজাভাত চা বাগান ও শ্রমিক মহল্লা
সোমনাথের বাবা নন্দ পাল সবজি বিক্রি করতেন। কিন্তু এক দুর্ঘটনায় কোমর ভেঙে যায় ফলে সংসার চালাতে বিড়ি বাঁধেন তার মা মুক্তা পাল। সেখান থেকেই যেটুকু আয় হয় সেই টাকায় চলে সংসার। তবেই হতদরিদ্র বাড়ির ছেলে সোমনাথ চাই ভূগোল নিয়ে পড়াশোনা করে সমাজের মেরুদন্ড শিক্ষক হতে। তবে এসব পড়তে গেলে লাগবে অনেক খরচ সেই খরচ যোগানোর সামর্থ্য তাদের। গোটা পরিবার চাইছে আর্থিক একটু সাহায্য। এখন দেখার বিষয় জেলা প্রশাসন বা কোন সহৃদয় ব্যক্তি যদি সোমনাথের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো সোমনাথ তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে না হলে হয়তো এখানে থমকে যাবে সোমনাথের স্বপ্ন।
advertisement
advertisement
জয়জীবন গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
HS Results 2022| Bankura|| চরম দারিদ্রের সঙ্গে লড়াই! মিষ্টি নেই, বাতাসা-জলেই মায়ের আশীর্বাদ বাঁকুড়ার সোমনাথকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement