Alipurduar News|| ঝোড়ার জল বেড়ে বিপত্তি! ক্ষতির মুখে রাজাভাত চা বাগান ও শ্রমিক মহল্লা

Last Updated:

লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ঝোড়ার জল।ক্রমাগত ভাঙণ চলছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাত চা বাগানে।ঝোড়ার জলে ভেঙে পড়ছে কোঠি লাইনের শ্রমিক আবাসন।ক্ষতির মুখে ম্যানেজার বাংলো।

+
title=

#আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ঝোড়ার জল। ক্রমাগত ভাঙনচলছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাত চা বাগানে। ঝোড়ার জলে ভেঙে পড়ছে কোঠি লাইনের শ্রমিক আবাসন। ক্ষতির মুখে ম্যানেজার বাংলো। জানা যায় অল্প বৃষ্টিতে জল ভরে যায় বাগানের ঝোড়াটিতে। এরপর এই জল বেরতে না পেরে গ্রাস করতে থাকে চা বাগানের জমি। ঝোড়ার জলে নষ্ট হয়ে যায় চা গাছ।বাণিজ্যিক দিক থেকে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয় বাগান কর্তৃপক্ষকে।শ্রমিক মহল্লা কোঠি লাইন ও ম্যানেজার বাংলো রক্ষা করার জন্য প্রশাসনের দ্বারস্থ হলেন রাজাভাত চা বাগানের ম্যানেজার সুদীপ ব্যাস।
এলাকায় বৃষ্টি শুরু হলেই আতঙ্কের ছাপ দেখা যায় শ্রমিকদের চোখেমুখে।কেননা এরমধ্যেই কোঠি লাইনের দুটি শ্রমিক আবাসনের পরিকাঠামো ভেঙে পড়েছে।এই দুই আবাসনের শ্রমিকরা মাথা গোঁজার ঠিকানা খুঁজে বেরচ্ছেন।দ্রুত সমস্যার সমাধান চাইছেন বাগানের শ্রমিকরা।ঝোড়ায় জল বেড়ে যাওয়ায় বাগানের রাস্তাগুলিও ভেঙে গেছে।
রাজাভাত চা বাগানের এই সমস্যা দীর্ঘদিনের বলে জানান বাগান ম্যানেজার সুদীপ ব্যাস। চিঞ্চুলা চা বাগানের জল এসে পড়ছে রাজাভাত চা বাগানে। ঝোড়ার জল বেড়েই চলেছে। চা বাগানের পাশ দিয়ে রেললাইন চলে যাওয়ায় জল ঠিকমতো বেরতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে বাগানে একটি গার্ডওয়াল ও পাকা নিকাশি নালা তৈরি করা আবশ্যক বলে মত বাগান কর্তৃপক্ষের।বাগান ম্যানেজার জানান,লাগাতার পাঁচদিনের বৃষ্টিতে চার হেক্টর জমি বিলীন হয়েছে ঝোড়ার জলে। দুবছর মিলিয়ে পঞ্চাশ হাজার চা গাছ নষ্ট হয়েছে ঝোড়ার জল বৃদ্ধি পেয়ে।
advertisement
advertisement
রাজাভাত চা বাগানের এই পরিস্থিতির কথা জানতে পেরে কালচিনির বিডিও সেখানে যান। বাগানের শ্রমিক মহল্লা ঘুরে দেখেন তিনি। কথা বলেন বাগান শ্রমিকদের সঙ্গে।জানা গিয়েছে বাগানে গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়েছিল গারোপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। কিন্তু বৃষ্টিতে গার্ডওয়ালটি ভেঙে গিয়েছে। বৃষ্টি কমলে ফের নতুন করে গার্ডওয়াল তৈরির কাজ শুরু হবে বলে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ আশ্বাস দিয়েছেন। নির্মীয়মান গার্ডওয়ালটি কেন ভেঙে পড়ল সেবিষয়ে তদন্ত করবেন বিডিও বলে জানিয়েছেন।
advertisement
এলাকায় বৃষ্টি কমছেই না। রাত করে বাড়ছে বৃষ্টির পরিমাণ। এই দেখে আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারছেন না বাগান শ্রমিকরা। ঝোড়ার জলে ভেঙে পড়বে আবাসন, এই দুশ্চিন্তা সকলের। ঝোড়ার জলের গ্রাসে সম্পূর্ণ বাগানটি শেষ হয়ে গেলে কর্মসংস্থান হারিয়ে যাবে।বাগান রক্ষার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন শ্রমিকরা।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| ঝোড়ার জল বেড়ে বিপত্তি! ক্ষতির মুখে রাজাভাত চা বাগান ও শ্রমিক মহল্লা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement