আরও পড়ুন: রাতের অন্ধকারে মুদিখানা দোকানে হাতির হানা! পালিয়ে প্রাণ বাঁচালেন দোকানদার
গত কয়েকদিন ধরেই বিকেলে কালবৈশাখী আছড়ে পড়ছে হুগলির বিভিন্ন প্রান্তে। আর তাতেই গাছপালা উপরে পড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ছিড়ে গিয়েছে বিদ্যুতের তার। এই সমস্যা সবচেয়ে প্রবল আরামবাগ মহকুমায়। এলাকার মানুষের অভিযোগ, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর ঠিক করার বিষয়ে গা নেই রাজ্য বিদ্যুৎ পর্ষদের। এই পরিস্থিতিতে টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় গোঘাটের মদিনা এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।
advertisement
শনিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা আরামবাগ-বাঁকুড়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। তার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গোঘাট থানা থেকে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। যদিও বিদ্যুৎ পর্ষদের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
শুভজিৎ ঘোষ