আরও পড়ুন: রাখি পরল হাতি, উপহার পেল পছন্দের চাল-কলা
মঙ্গলবার সকালে চুঁচুড়ার ঘড়িরমোর এলাকায় রাখি বন্ধন উৎসবে সামিল হন বেশ কিছু দৃষ্টিহীন। যারা রাখি পরাচ্ছিলেন তাঁরা সকলেই ট্রেনে-বাসে গান গেয়ে উপার্জন করেন। চুঁচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা এমনই ৩৫ জন দৃষ্টিহীনকে নিয়ে এই রাখি উৎসবের আয়োজন করেন।
advertisement
এই উৎসবে অংশ নেওয়া দৃষ্টিহীন শ্রীবাণী পাল বলেন, রাখির এই অভিজ্ঞতা জীবনে প্রথমবা। এর আগে তাঁরা কখনও এইভাবে রাখি পূর্ণিমা পালন করেননি। তাঁরা যে যার নিজের বাড়িতে রাখি তৈরি করে নিয়ে এসেছেন। পথ চলতিদের রাখি পরিয়ে তাঁরা যে মানসিকভাবে তৃপ্ত সেটাও জানান।
এই রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা রবি পাল বলেন, দৃষ্টিহীনদের নিয়ে আগাগোড়া কাজ করছেন। অসহায় মানুষগুলোর মুখে আরেকটু হাসি ফোটানোর জন্য এই আয়োজন করেন।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 4:57 PM IST