TRENDING:

Hooghly News: পয়লা বৈশাখের আগে বেতন না হ‌ওয়ায় পুরপ্রধানকে ঢুকতে বাধা অস্থায়ী সাফাই কর্মীদের, উত্তপ্ত চুঁচুড়া

Last Updated:

নিয়ম অনুযায়ী মাসের প্রথম সপ্তাহে বেতন হ‌ওয়ার কথা। কিন্তু মাসের ১২ তারিখ হয়ে গেলেও এখনও তাঁদের বেতন হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রোজ যাদের জন্য শহর সাফসুতরো থাকে আজ তাদের পেটেই টান পড়েছে। কাজ করলেও নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ চুঁচুড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের। এরই প্রতিবাদে বুধবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।
advertisement

হুগলির চুঁচুড়া পুরসভা বুধবার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। পুরপ্রধান পুরসভায় ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।

আরও পড়ুন: ৫০০ বছরের প্রাচীন নারনা কালী বাড়ি! এই মন্দিরে রয়েছে অনেক আজানা ইতিহাস

advertisement

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, প্রায় দুই হাজার অস্থায়ী সাফাই কর্মীর বেতন নিয়ে গড়িমসি করছে চুঁচুড়া পুরসভা। নিয়ম অনুযায়ী মাসের প্রথম সপ্তাহে বেতন হ‌ওয়ার কথা। কিন্তু মাসের ১২ তারিখ হয়ে গেলেও এখনও তাঁদের বেতন হয়নি। এর ফলে পয়লা বৈশাখে পরিবারের সদস্যদের নতুন জামাকাপড় কিনে দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।

advertisement

View More

পুরসভায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি এই অস্থায়ী সাফাই কর্মীরা পথ অবরোধ‌ও করেন। এদিকে অস্থায়ী সাফাই কর্মীদের বেতনের দাবিতে এই বিক্ষোভকে উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্নিত করেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়। তাঁর দাবি, তাঁকে যারা পুরপ্রধান হিসেবে চায় না তারাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পয়লা বৈশাখের আগে বেতন না হ‌ওয়ায় পুরপ্রধানকে ঢুকতে বাধা অস্থায়ী সাফাই কর্মীদের, উত্তপ্ত চুঁচুড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল