হুগলির চুঁচুড়া পুরসভা বুধবার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। পুরপ্রধান পুরসভায় ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।
আরও পড়ুন: ৫০০ বছরের প্রাচীন নারনা কালী বাড়ি! এই মন্দিরে রয়েছে অনেক আজানা ইতিহাস
advertisement
এদিকে বিক্ষোভে অংশ নেওয়া অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, প্রায় দুই হাজার অস্থায়ী সাফাই কর্মীর বেতন নিয়ে গড়িমসি করছে চুঁচুড়া পুরসভা। নিয়ম অনুযায়ী মাসের প্রথম সপ্তাহে বেতন হওয়ার কথা। কিন্তু মাসের ১২ তারিখ হয়ে গেলেও এখনও তাঁদের বেতন হয়নি। এর ফলে পয়লা বৈশাখে পরিবারের সদস্যদের নতুন জামাকাপড় কিনে দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
পুরসভায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি এই অস্থায়ী সাফাই কর্মীরা পথ অবরোধও করেন। এদিকে অস্থায়ী সাফাই কর্মীদের বেতনের দাবিতে এই বিক্ষোভকে উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্নিত করেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়। তাঁর দাবি, তাঁকে যারা পুরপ্রধান হিসেবে চায় না তারাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
রাহী হালদার