TRENDING:

Hooghly News: মোটর বাইকে চড়ে ঘুরছে খোদ পুলিশ কমিশনার, হঠাৎ কী হল হুগলিতে? জানলে চমকাবেন

Last Updated:

Hooghly News: পুজোয় বারোয়ারি নিরাপত্তা কেমন নিচ্ছে সেই বিষয়ে একেবারে স্বরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তাও আবার বাইকে চড়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: উত্তরপাড়া জি টি রোড সংলগ্ন এলাকা খুবই জনবহুল। তার উপরে দুর্গাপুজোর সময় সেই জায়গায় ভিড় আরও উপচে পড়ে, কারণ বেশ কিছু বারোয়ারি পুজো রয়েছে যাদের পুজো এতটাই জাঁকজমকপূর্ণ সেখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে সারাক্ষণ। তবে সেই পুজোয় বারোয়ারি নিরাপত্তা কেমন নিচ্ছে সেই বিষয়ে একেবারে সরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তাও আবার বাইকে করে।
advertisement

উত্তরপাড়ার জি টি রোড সংলগ্ন এলাকা খুবই জনবহুল এবং সেখান থেকে বড় গাড়ি গেলে রাস্তায় ‌যানজট লেগে যায়। তাই একেবারে অভিনব উপায়ে গাড়ি ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন খোদ পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ। মোটরসাইকেলে চড়ে পুজোর নিরাপত্তা দেখতে যাওয়াতে কিছুটা স্তম্ভিত এলাকার মানুষজন।

আরও পড়ুন- ‘মা’ হওয়ার পর প্রথমবার সন্তানের মুখ দেখালেন মিষ্টি, একরত্তির আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়

advertisement

আরও পড়ুন-পরিণীতির ভাগ্যে কী অপেক্ষা করছে জানেন? বিয়ের পর ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন সেলিব্রিটি জ্যোতিষী

View More

দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গেছে। হুগলি জেলার বড় পুজো কমিটি গুলো পুজোর প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। বৃষ্টির জন্য প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটছে। সময়ে মন্ডপ শেষ করতে চলছে জোর কদমে কাজ। সোমবার রাতে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দকে নিয়ে বুলেট চালিয়ে হঠাৎই হাজির হন উত্তরপাড়ার কয়েকটি পুজো মন্ডপে। পুজো প্রস্তুতি কেমন, বারোয়ারির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানলেন। দমকল বিদ্যুৎ দফতরের অনুমতির মত গুরুত্বপূর্ণ দিকগুলোর খোঁজ নিলেন। মন্ডপে যাতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে বলেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে।পুলিশ কমিশনারকে পেয়ে পুজোর আগে রাস্তা সংস্কারের দাবি জানায় পুজো কমিটি গুলো।

advertisement

উত্তরপাড়া বলাকা বারোয়ারির কর্মকর্তা সোমেন ঘোষ বলেন, ‘এমনটা আগে দেখিনি যানজট এড়াতে পুলিশ কমিশনার নিজেই বাইক চালিয়ে ঘুরছেন।উত্তরপাড়ার জিটি রোডে এমনিতেই যানজট লেগে থাকে। তার পর রাস্তার অবস্থা শোচনীয় হয়ে আছে। ভিড় সামলাতে কমিশনার যে গুলো বলেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করব।’ কমিশনারকে তারা জানান, জিটি রোড যাতে সারানো হয়। সিপি বলেছেন জেলা শাসকের সঙ্গে কথা বলবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহি হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মোটর বাইকে চড়ে ঘুরছে খোদ পুলিশ কমিশনার, হঠাৎ কী হল হুগলিতে? জানলে চমকাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল