TRENDING:

Hooghly News: জাঙ্গিপাড়ার নাবালিকা খুনে অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনই নাবালক!

Last Updated:

ধর্ষণে বাধা দেওয়াতেই নাবালিকাকে খুন, জাঙ্গিপাড়া নাবালক খুনের ঘটনার নয়া মোড়। জাঙ্গিপাড়া সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমানদ্বীপ। নাবালিকা খুনের দায়ে চার অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : ধর্ষণে বাধা দেওয়াতেই নাবালিকাকে খুন, জাঙ্গিপাড়া নাবালক খুনের ঘটনার নয়া মোড়। জাঙ্গিপাড়া সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমানদ্বীপ। নাবালিকা খুনের দায়ে চার অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ। চার জনের মধ্যে তিনজন নাবালক এক জন প্রাপ্তবয়স্ক। দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয় জাঙ্গিপাড়ার শ্রীহট্টো এলাকার বছর বারোর এক নাবালিকা। ৭ তারিখ জাঙ্গিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝিলের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
advertisement

পাশেই পুরুষের একজোড়া জুতো পড়ে থাকাকে কেন্দ্র করে রহস্য আরো ঘনীভূত হয়। কিশোরীর পরিবার অভিযোগ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা তদন্তে নামে পুলি। অবশেষে নাবালিকা খুনে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ ভোরে হরিপাল থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, নাবালিকার সাথে এক নাবালকের প্রেমের সম্পর্ক ছিল।

advertisement

আরও পড়ুনঃ জমি মাফিয়াদের তাণ্ডবে কাটা পড়ছে একের পর এক বড় গাছ!

দশমীর রাতে বাঁশ বাগানের মধ্যে ধর্ষণ করার চেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। সেই সময়ই নাবালকের তিন বন্ধু বাঁশ বাগানের মধ্যে আসে। ধর্ষণে বাধা দিলেই তখনই তাকে জোর করে ঝিলের জলে ফেলে দেয়। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো উল্লেখ নেই। গোপনাঙ্গেও কোন আঘাতের চিহ্ন নেই। শরীরে অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিলনা শুধুমাত্র পায়ে একটি আঘাতের চিহ্ন ছিল। যে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনজন নাবালক।

advertisement

View More

আরও পড়ুনঃ পচা দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে ক্লাস রুম!

নাবালিকার এক আত্মীয়র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাবালকের। এই ঘটনা এখনো পর্যন্ত সাইকেল উদ্ধার হয়নি সেটির তদন্ত করা হচ্ছে। সোমবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। মেয়েটি যেহেতু নাবালিকা তাই অভিযুক্তদের বিরুদ্ধে পস্কো মামলা ও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন নাবালক হওয়ার দরুন তাদেরকে হোমে রাখার সিদ্ধান্ত দিয়েছে আদালত। প্রাপ্তবয়স্ক একজন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: জাঙ্গিপাড়ার নাবালিকা খুনে অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনই নাবালক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল