Hooghly News: জমি মাফিয়াদের তাণ্ডবে কাটা পড়ছে একের পর এক বড় গাছ!

Last Updated:

শারদ উৎসবের জন্য এখন সবারই ছুটির মেজাজ। শনিবার ষষ্ঠীর দিন থেকে বন্ধ হয়ে যাবে যাবতীয় সরকারি অফিসও। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে জমি মাফিয়ারা।

#হুগলি : শারদ উৎসবের জন্য এখন সবারই ছুটির মেজাজ। শনিবার ষষ্ঠীর দিন থেকে বন্ধ হয়ে যাবে যাবতীয় সরকারি অফিসও। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে জমি মাফিয়ারা। শুরু হয় বিঘের পর বিঘে জমির বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়ার কাজ। হুগলির পোলবা ব্লকের ঘটনা। জমি মাফিয়া দের হাতে একের পর এক খুন হয়ে চলেছে সবুজ তরতাজা আম গাছ। খবর পৌঁছায় রাজ্যের বনদপ্তর চেয়ারম্যান তপন দাশগুপ্তর কাছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় হুগলী গ্রামীণ পুলিশের অধিকর্তারা। পুলিশকে দেখেই সেখান থেকে পালিয়ে যায় গাছ কাটার সঙ্গে যুক্ত লোকজনরা।
হুগলির পোলবা ব্লকের কুন্তী এবং সরস্বতী নদী অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চল সবুজে ঘেরা। রাস্তার দুপাশে রয়েছে নানান জাতের বড় বড় আমবাগান। আম বাগানের উপর নির্ভর করে পেট চলে সেখানকার স্থানীয় আমচাষীদের। বর্তমানে দিল্লি রোড সংলগ্ন সেই আমবাগান গুলিকেই টার্গেট করেছে জমি মাফিয়ারা। শনিবার সকালে শুরু হয় নির্বিচারে সবুজ ধ্বংস। স্থানীয় আম চাষীদের অভিযোগ, জমি মাফিয়া শাজাহান মল্লিকের নেতৃত্ত্বে তপন চ্যাটার্জি এবং অমিত বাগ এই সবুজ ধ্বংশের কাজে লিপ্ত রয়েছেন। কখনও মোটা টাকার লোভ দেখিয়ে অথবা জোর করে বাগান মালিকদের ভয় দেখিয়ে বাগান লিখিয়ে নিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পচা দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে ক্লাস রুম!
তার পর সেই জমির গাছ কেটে জমি বিক্রি করে দিচ্ছে। ওরা যথেষ্ঠ প্রভাবশালী, ওদের সামনে মুখ খোলা দায়। ঘটনার খবর পৌঁছয় রাজ্য বন দপ্তরের চেয়ারম্যান তপন দাশগুপ্তর কানে। সঙ্গে সঙ্গেই তিনি তৎপর হন। প্রশাসনকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বন্ধ হয় গাছ কাটার কাজ। এই বিষয়ে তপন বাবু জানিয়েছেন, সবুজ ধ্বংস কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে শ্রীরামপুর স্টেশন তৈরি করার আবেদন
যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই সবুজায়নে বিশেষ উদ্যোগী। নতুন করে বৃক্ষ রোপণের নির্দেশও দিয়েছেন তিনি। তাছাড়া ওই অঞ্চল এবং সংলগ্ন এলাকায় বাগানে অসংখ্য ময়ূরের বাস। তাই তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কোনও ভাবেই বাগান নষ্ট করা যাবে না। আগামী দিনেও বিষয়টার উপর বিশেষ নজর রাখতে হবে। প্রশাসনের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি অবিলম্বে কেটে ফেলা গাছ বাজেয়াপ্ত করা হোক। এছাড়া বাগান কেটে জমির চরিত্র বদল করে ফেলার চক্রান্তও বন্ধ হোক।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: জমি মাফিয়াদের তাণ্ডবে কাটা পড়ছে একের পর এক বড় গাছ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement