পাহাড় জয়ের পরেও এক মুহূর্ত থেমে নেই পিয়ালী। মানুষের স্বার্থে জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। এই কারণেই শ্রীরামপুর লোক আদালতের সমাজকর্মী পদে স্থান পেলেন তিনি। এখন থেকে বিচার বিভাগীয় কাজে মানুষের দ্রুত সমস্যা সমাধানের মীমাংসার দায়িত্ব তাঁর উপরে।
আরও পড়ুনঃ সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!
advertisement
এই বিষয়ে লোক আদালতের আধিকারিক শর্মিষ্ঠা ঘোষ জানান, পিয়ালী বসাকের সাফল্য সম্পর্কে সবাই অবগত। একইসঙ্গে পিয়ালী একজন সমাজ কর্মীও। তাই সংবিধানের ধারা অনুযায়ী লোক আদালতে একজন সমাজকর্মীর স্থান থাকে বিচারবিভাগীয় কাজে সহায়তা করার জন্য। সেই পদেই বসানো হয়েছে পিয়ালী বসাককে।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
বিচার বিভাগীয় কাজে সাহায্য করতে পেরে খুশি পিয়ালী। এই বিষয়ে পিয়ালী জানান তিনি নিজেও একজন সমাজ কর্মী। গরিব দুঃস্থ মানুষদের জন কাজ করতে পারে তিনি খুশি। তিনি আরও জানান আগামীতেও তিনি এই কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।
Rahi Haldar