TRENDING:

Hooghly: লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী

Last Updated:

লোক আদালতে বিচার বিভাগীয় পদে পাহাড় জয়ী বঙ্গ কন্যা। একজন সমাজ কর্মী হিসেবে শনিবার শ্রীরামপুর লোক আদালতে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী বঙ্গকন্যা পিয়ালী বসাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : লোক আদালতে বিচার বিভাগীয় পদে পাহাড় জয়ী বঙ্গ কন্যা। একজন সমাজ কর্মী হিসেবে শনিবার শ্রীরামপুর লোক আদালতে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী বঙ্গকন্যা পিয়ালী বসাক। ভারতের বিচারব্যবস্থার বিরােধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ এবং সাম্প্রতিক সংযোজন হল লোক আদালত। ভারতের মতাে বিশাল জনবহুল ও দারিদ্র্য পীড়িত দেশের মানুষের কাছে স্বল্প ব্যয়ে দ্রুত মীমাংসা ঘটিয়ে ন্যায়বিচার ঘটানো লোক আদালতের মূল উদ্দেশ্য। লোক আদালতে সমাজকর্মী পদে মানুষের সেবা করতে পেরে খুশী পিয়ালী। পাহাড়জয়ী বঙ্গ কন্যার কঠিন জীবন সংগ্রামের কাহিনী সবারই অবগত।
advertisement

পাহাড় জয়ের পরেও এক মুহূর্ত থেমে নেই পিয়ালী। মানুষের স্বার্থে জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। এই কারণেই শ্রীরামপুর লোক আদালতের সমাজকর্মী পদে স্থান পেলেন তিনি। এখন থেকে বিচার বিভাগীয় কাজে মানুষের দ্রুত সমস্যা সমাধানের মীমাংসার দায়িত্ব তাঁর উপরে।

আরও পড়ুনঃ সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!

advertisement

এই বিষয়ে লোক আদালতের আধিকারিক শর্মিষ্ঠা ঘোষ জানান, পিয়ালী বসাকের সাফল্য সম্পর্কে সবাই অবগত। একইসঙ্গে পিয়ালী একজন সমাজ কর্মীও। তাই সংবিধানের ধারা অনুযায়ী লোক আদালতে একজন সমাজকর্মীর স্থান থাকে বিচারবিভাগীয় কাজে সহায়তা করার জন্য। সেই পদেই বসানো হয়েছে পিয়ালী বসাককে।

View More

আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!

advertisement

বিচার বিভাগীয় কাজে সাহায্য করতে পেরে খুশি পিয়ালী। এই বিষয়ে পিয়ালী জানান তিনি নিজেও একজন সমাজ কর্মী। গরিব দুঃস্থ মানুষদের জন কাজ করতে পারে তিনি খুশি। তিনি আরও জানান আগামীতেও তিনি এই কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল