TRENDING:

Hooghly News: মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট শুরু খানাকুলে

Last Updated:

মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে রাজ্য সরকার। এই পাইলট প্রকল্প শুরু হল খানাকুল দিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গ্রামীণ অর্থনীতির বড় অংশ দাঁড়িয়ে আছে চাষাবাদের উপর। এদিকে ফসল চাষ করে লাভের পরিমাণ ক্রমশালী কমছে। তার ওপর প্রাকৃতিক বিপর্যয়ের জেনে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও যথেষ্ট। এই পরিস্থিতিতে বিকল্প চাষের উপর জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই হুগলির খানাকুলে শুরু হয়েছে মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট।
advertisement

মুক্ত সাধারনত নোনা জলে চাষ হলেও গ্রাম বাংলার বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে মিষ্টি জলে মুক্ত চাষের এই পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে রাজ্য সরকার। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মা প্রকল্পের অধীনে মিষ্টি জলে মুক্ত চাষ শুরু হয়েছে। খানাকুল-১ ব্লকের তাঁতিশাল অঞ্চলে মুক্ত চাষ প্রকল্প শুরু হয়েছে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এই প্রকল্পের উদ্বোধন করেন। গ্রামের বাসিন্দা সুরোজ কুমার আদকের পুকুরে দুশোর‌ও বেশি ঝিনুক ছাড়া হয়। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল-১ এর বিডিও শান্তনু ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান বিকাশ রায় সহ বিশিষ্টজনরা। এই মুক্তা চাষের মাধ্যমে নিজেদেরকে আরও বেশি করে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার।

advertisement

আরও পড়ুন: অর্গানিক চাষে বাজিমাত, ভাল ফল পেয়ে রাসায়নিক সার-কীটনাশক ছুড়ে ফেলছে কৃষকরা

এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বলেন, নতুন নতুন প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ী ও কৃষকদের লাভের মুখ দেখানোর চেষ্টা চলছে। এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যাতে নিজেরা সাবলম্বী হতে পারেন তাই এই নতুন প্রকল্প শুরু করা হল। প্রত্যেক মৎস্যজীবী মুক্ত চাষ করতে পারেন। মুক্ত চাষে বাড়তি আয়ের বিপুল সু‌যোগ আছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট শুরু খানাকুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল