রাখী পূর্ণিমার দিন যখন বোনেরা তার ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেবে তখন সবার হাতে নিজেদের বানানো রাখী দেখে আনন্দিত হবে এই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষগুলি। ব্যান্ডেলের 'পার্টনার'। যে সব বাচ্ছারা শুধু চেহারায় বড়ো হয়েছে, কিন্তু মন এখনো শিশুদের মত তাদের সমাজের মূল স্রোতে লড়াই করার শিক্ষা দেয় পার্টনার।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চারটি পদক হুগলির মেয়ের
advertisement
ভিন্নভাবে সফল বাচ্ছাদের হাতের কাজ, নাচ গান,আঁকা শেখানো থেকে শুরু করে, বেরাতে নিয়ে যাওয়া, এমন কি ট্রেকিং পর্যন্ত করানো হয় এই সংস্থায়। দিন রাত্রি এক করে ওরা এখন ব্যস্ত রাখী তৈরিতে। লাল, নীল, সবুজ, হলদে কত রঙের রাখী।
আরও পড়ুনঃ শহরকে তারের জঙ্গল মুক্ত করতে তৎপর উত্তরপাড়া পুরসভা
থেমে থাকাও নয় হতাশাও নয় এগিয়ে চলার আরেক নাম জীবন সেটাই প্রতি পদক্ষেপে প্রমাণ করে ওরা। আর কদিন পরেই আপামোর ভারতবাসী মাতবে রাখী উৎসবে। তাতে ভারতের কোণায় কোণায় না হলেও হুগলী বাসীর অনেক বোনেরাই ভাইয়ের হাতে বাঁধবে ওদের তৈরী রাখী।
Rahi Haldar