TRENDING:

Hooghly: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভরের নতুন পথ "রাখী"

Last Updated:

ঠিক দুদিনের মাথাতেই রয়েছে রাখী পূর্ণিমা। এই দিন সমস্ত বোনেরা এবং ভাইয়েরা রাখীর বন্ধনে আবদ্ধ হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব চালু করেছিলেন বঙ্গভঙ্গ রোধ করার তাগিদে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : ঠিক দুদিনের মাথাতেই রয়েছে রাখী পূর্ণিমা। এই দিন সমস্ত বোনেরা এবং ভাইয়েরা রাখীর বন্ধনে আবদ্ধ হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব চালু করেছিলেন বঙ্গভঙ্গ রোধ করার তাগিদে। সেই সময় থেকেই রাখির প্রচলন। ইতিমধ্যেই বাজারের বিভিন্ন দোকান গুলিতে রংবেরঙের রকমারি রাখী চলে এসেছে বিক্রির জন্য। এবং এই রাখী তৈরি করেই স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা। হুগলির ব্যান্ডেলে রয়েছে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য একটি স্কুল। যার নাম 'পাটনার'। এই স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ও তাদের স্বনির্ভর করে তোলার জন্য শেখানো হচ্ছে রাখী তৈরি। বিশেষভাবে সক্ষম সমস্ত ছাত্র-ছাত্রীরা এই খুবই নিপুণতার সঙ্গে তৈরি করছে এই রাখী গুলি।
advertisement

রাখী পূর্ণিমার দিন যখন বোনেরা তার ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেবে তখন সবার হাতে নিজেদের বানানো রাখী দেখে আনন্দিত হবে এই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষগুলি। ব্যান্ডেলের 'পার্টনার'। যে সব বাচ্ছারা শুধু চেহারায় বড়ো হয়েছে, কিন্তু মন এখনো শিশুদের মত তাদের সমাজের মূল স্রোতে লড়াই করার শিক্ষা দেয় পার্টনার।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চারটি পদক হুগলির মেয়ের

advertisement

ভিন্নভাবে সফল বাচ্ছাদের হাতের কাজ, নাচ গান,আঁকা শেখানো থেকে শুরু করে, বেরাতে নিয়ে যাওয়া, এমন কি ট্রেকিং পর্যন্ত করানো হয় এই সংস্থায়। দিন রাত্রি এক করে ওরা এখন ব্যস্ত রাখী তৈরিতে। লাল, নীল, সবুজ, হলদে কত রঙের রাখী।

View More

আরও পড়ুনঃ শহরকে তারের জঙ্গল মুক্ত করতে তৎপর উত্তরপাড়া পুরসভা

advertisement

থেমে থাকাও নয় হতাশাও নয় এগিয়ে চলার আরেক নাম জীবন সেটাই প্রতি পদক্ষেপে প্রমাণ করে ওরা। আর কদিন পরেই আপামোর ভারতবাসী মাতবে রাখী উৎসবে। তাতে ভারতের কোণায় কোণায় না হলেও হুগলী বাসীর অনেক বোনেরাই ভাইয়ের হাতে বাঁধবে ওদের তৈরী রাখী।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভরের নতুন পথ "রাখী"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল