আরও পড়ুন: ঐতিহ্য সংরক্ষণে সাহায্যের হাত, ফেলে যাওয়া ফরাসডাঙায় ফরাসি প্রতিনিধিদল
তারপর থেকেই প্রতি বছর ফাল্গুন মাসে ১১,১২,১৩ ও ১৪তারিখ এই ৪দিন ধরে চলে কদম রসুলের মেলা। এই মেলাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে ওঠে। যেন এক সম্প্রতির বাতাবরণ তৈরি হয় গোঘাটে। কদম রসুল সেজে ওঠে সুসজ্জিত আলোকসজ্জায়। যেখানে নবীর পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। দরগাহের চারিদিকে মেলা বসানো হয়। এদিন দরগাহের মসজিদে বিশেষ বয়ান, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রাতভর নফর ইবাদতে এখানে মশগুল হন নবীপ্রেমীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই কদম রসুল দরগা সম্পর্কে যা জানা যায়, তা হলো-কদম শব্দের অর্থ পা এবং রসুল শব্দের অর্থ আল্লাহ প্রেরিত পুরুষ। অতএব কদম রসুল শব্দের অর্থ রসুলের পা বা রসুলের পায়ের চিহ্ন। এখানে দুই পায়ের ছাপ দেওয়া এক খন্ড কালো পাথর আছে।
Suvojit Ghosh