মূলত অনেক মানুষই বিভিন্ন কারণের জন্য পৌরসভা যেতে পারে না। আর সেই কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রধান সমীর ভান্ডারী, ভাই চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্যরা। এই উদ্যোগে ব্যাপক খুশি আরামবাগের মানুষ।
আরও পড়ুন: হরিপালের শ্রীপতিপুরের অধিকারী পরিবারের মা কালী পূজিত হন বাঁশির সুরে
advertisement
এই বিষয়ে পৌরসভার পৌর প্রধান সমীর ভান্ডারী জানান,আমাদের সরকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আগে দুয়ারে সরকার চালু করেছিলেন। ধীরে ধীরে এখন সেই পরিষেবা প্রত্যেকটা মানুষ পায় তার জন্য শুরু হয়েছে দুয়ারে পৌরসভা। তাই এদিন গোটা শহরবাসী পরিষেবা পাই তার জন্য মধ্যবর্তী স্থান দেখে করা হয়েছে। পরবর্তীতে প্রত্যেকটা ওয়ার্ডই এই কর্মসূচি শুরু হবে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান যে কোনো সমস্যার ধরনের পৌরসভায় বিভিন্ন কারণে জন্য আসতে পারা যায় না। তাই এবার বাড়ির কাছেই দুয়ারে পৌরসভা চালু করে সমস্যার সমাধান দ্রুত হবে। কারণ এখানে প্রত্যেকটা মানুষই তাদের সমস্যার দ্রুত সমাধান হচ্ছে। এধরনের উদ্যোগ নেওয়ার জন্য পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Suvojit Ghosh