TRENDING:

Hooghly News: মাঠে পাওয়ার টিলার চাষ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক এক ব্যক্তি

Last Updated:

হুগলির খানাকুলের নরেন্দ্রচকে জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ দিতে যাওয়ার পথে গুরুতর আহত এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খানাকুল: জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ দিতে যাওয়ার পথে গুরুতর আহত এক ব্যক্তি। জানা যায় হুগলির খানাকুলের নরেন্দ্রচক সংলগ্ন এলাকায় তারাপদ বেড়া নামে ওই কৃষক নিজের জমিতে রাজ্য সড়কের উপর দিয়ে পাওয়ার টিলার নিয়ে যাওয়ার পথে একটি জল ট্যাঙ্ক ছিল রাস্তার পাশে। তারাপদ বাবু অসাবধানতা জেরে জল ট্যাঙ্ক খেয়াল না করতে পেরে ধাক্কা মারে পাওয়ার টিলার নিয়ে।
হাসপাতাল
হাসপাতাল
advertisement

ঘটনা জেরে সজরের ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকেন তারাপদ বাবু। এই ঘটনায় নজরে আসতেই স্থানীয় এলাকার মানুষজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রীতিমতো এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: কীভাবে শুরু হয়েছিল চন্দননগরে প্রথম জগদ্ধাত্রী পুজো! জেনে নিন শুরুর সেই ইতিহাস

advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপদ বাবু পাওয়ার টিলার নিয়ে রাস্তায় যাওয়ার পথে একটি জলট্যাঙ্ক অসাবধানতা জেরে ধাক্কা মারে। দুর্ঘটনা জুড়ে বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষজন ছুটে যায়। তারাপদ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে জানায়।

View More

আরও পড়ুন: গাছের অপরাজিতা ফুল দিয়েই ঘরে বানান নীলকণ্ঠ চা! জানুন পদ্ধতি

advertisement

অন্যদিকে পরিবারের সদস্যরা জানান মাঠের চাষ দেওয়ার জন্য পাওয়ার টিলার নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু স্থানীয়দের মাধ্যমে জানতে পারি দুর্ঘটনা হয়েছে। আর এই ঘটনায় তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পরিবারের।

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাঠে পাওয়ার টিলার চাষ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল