এছাড়াও ফেলে দেওয়া সফট ড্রিঙ্কস্ এব ক্যানে ব্লুটুথ স্পিকার, রাংঝাল দেওয়ার জন্য বৈদ্যুতিক তাতালের স্ট্যান্ডতৈরি করেছে। তার প্রতিভার এই একের পর এক প্রকাশ দেখে শুধু পরিবারের লোকেরাই নয়, এলাকার মানুষও চমকে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও আরমান ইলেকট্রিক জেনারেটর, দেশলাইয়ের বাক্সে টর্চ, সাইকেলের মধ্যে মোটর ফ্যান ইত্যাদি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল। অথচ তার বয়স মাত্র ৯ বছর। স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে জানিয়েছে, আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়াই তার লক্ষ্য । আর এ ব্যাপারে বাবা-মাও তাকে উৎসাহিত করে চলেছেন।
advertisement
আরমানের মা জানায়, ছোট থেকেই তার বিভিন্ন জিনিস দিয়ে ইলেকট্রিকের মাধ্যমে তৈরি করত বাড়িতে বসে বসে। তার এইসব করার জন্য কিছু জিনিস প্রয়োজন হলে এনে দেওয়া হত। এরপরেও নানান কিছু বানান ইচ্ছা রয়েছে তার।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 2:36 PM IST