চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যতটা মানুষের কাছে আকর্ষণীয় ঠিক ততটাই আকর্ষণীয় জগদ্ধাত্রী পূজার ভাসান। কারণ ভাসানের দিন বহুদূরান্ত থেকে আগত মানুষরা আলোর জাদু দেখতে আসবেন আলোর নগরীতে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গোটা শহর যেভাবে আলোর রোশনাইতে সেজে ওঠে তা দেখে মনে হয় চন্দননগর জগদ্ধাত্রী পূজার সময় এক মায়াবী নগরীতে পরিণত হয়।
আরও পড়ুনঃ পূজো মন্ডপে আদিবাসীদের ধামসা মাদল লাইভ পারফর্মেন্স মন কাড়ছে দর্শনার্থীদের
advertisement
আলোর মায়াবী জাদু আরও মুগ্ধ করে দশমীর দিনে যখন বড় বড় লরিতে টুনি বাল্বের আলোর শয্যা প্রদক্ষিণ করে গোটা শহর জুড়ে। আলোর সে জাদু দেখতে প্রতি বছর অপেক্ষা করেন বহু মানুষ। শেষ দু বছর করোনা মহামারীর জন্য আলোর শোভাযাত্রা বন্ধ ছিল। এই বছর করোনার প্রকোপ কাটতেই পুজো উদ্যোক্তারা আবারো পুরোদমে তৈরি। পুজো উপলক্ষে চন্দননগরের প্রতিদিন প্রায় ৫ লক্ষ মানুষের ঢল নেমেছিল।
আরও পড়ুনঃ হাটখোলা মনসাতলা বারোয়ারি জগদ্ধাত্রী পূজোর এবারের থিম 'বর্ণিল'
দশমীর দিন সেই সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন পূজা উদ্যোক্তারা। আলোর এই জাদু দেখতে উদগ্রীব আট থেকে আসি সকলেই। কথিত রয়েছে কলকাতার সমস্ত বড়ো পুজো উদ্যোক্তারা এই দিন চন্দননগরে ভিড় জমান আলোকসজ্জা দেখার জন্য। কারণ দশমীর আলো দেখেই পরের বছরের তাদের পূজা মন্ডপের আলোর বায়না করবেন তারা।
Rahi Haldar