Hooghly News: হাটখোলা মনসাতলা বারোয়ারি জগদ্ধাত্রী পূজোর এবারের থিম 'বর্ণিল'
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা। দুর্গাপুজোর পর আবারও পুজোর চারটে দিনের আনন্দ ফিরে আসে জগদ্ধাত্রী পূজায়। পুজোর আনন্দে মাতোয়ারা সমস্ত হুগলীবাসি। বলা চলে হুগলি জেলার সবথেকে বড় উৎসব হল এই জগদ্ধাত্রী পূজা।
#হুগলি : চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা। দুর্গাপুজোর পর আবারও পুজোর চারটে দিনের আনন্দ ফিরে আসে জগদ্ধাত্রী পূজায়। পুজোর আনন্দে মাতোয়ারা সমস্ত হুগলীবাসি। বলা চলে হুগলি জেলার সবথেকে বড় উৎসব হল এই জগদ্ধাত্রী পূজা। পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। কর্মসূত্রে এদিকে ওদিকে থাকার সমস্ত মানুষরা ফিরে আসেন নিজেদের বাড়িতে। আলোর উৎসব, সাবেকিআনার উৎসব জগদ্ধাত্রী পূজা। বিগত দুই বছর করোনার জন্য জগদ্ধাত্রী পূজার জৌলুসহীন হয়েছিল।
করোনার প্রকোপ কমতে আবারও পুরাতন জৌলুষ ফিরে এসেছে পুজোর উদ্যোক্তাদের মধ্যে। চন্দননগরের নামজাদা পূজা উদ্যোক্তাদের মধ্যে একটি হলো হাটখোলা মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এই বছর তাদের ৬১ তম বর্ষ। বিগত দুই বছর একদমই রংহীন সাদামাটা পুজো করেছিলেন পূজো উদ্যোক্তারা। কিন্তু এই বছর আবারও পুরাতন জৌলুষ ফিরে এসেছে। হারিয়ে যাওয়ার সমস্ত রং কে ফিরিয়ে নিয়ে এসেছেন মন্ডপের মধ্যে দিয়ে। এই বছরের তাদের থিম বর্ণিল।
advertisement
advertisement
সমস্ত রংকে একত্রিত করে তৈরি করেছেন তারা তাদের পূজা মন্ডপ। যা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। পুজো সম্পর্কে একজন পূজা উদ্যোক্তা লালটু সেন বলেন, শেষ দুই বছর করোনার জন্য পুজোর জৌলুষ একেবারে কমে গিয়েছিল। শেষ দু বছর ধরে তারা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যাতে মহামারি প্রকোপ কেটে গিয়ে আবারও সবাই পুরাতন ছন্দে ফিরতে পারে। এই বছর যখন মহামারীর প্রকোপ কমেছে, সবাই পুরাতন ছন্দে ফিরছে ঠিক একইভাবে তাদেরও পুজোর জৌলুষ আবার ফিরে এসেছে।
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
November 01, 2022 3:31 PM IST
