Hooghly News: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চন্দননগরের যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা

Last Updated:

এই বছর জগদ্ধাত্রী পুজোয় কম করে পাঁচ লক্ষ মানুষের ঢল নামবে হুগলির আলোর শহর চন্দননগরে। উৎসবের তোড়জোড় চলছে একদম জোর কদমে। শুক্রবার বিকেলে চন্দননগর স্ট্যান্ড ঘাটে সাংবাদিক সম্মেলন করে চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগী পুলিশি নিরাপত্তা ও যান চলাচলের নিয়মাবলী জানান শহরবাসীকে।

সাংবাদিক সম্মেলনের ছবি
সাংবাদিক সম্মেলনের ছবি
#হুগলি : এই বছর জগদ্ধাত্রী পুজোয় কম করে পাঁচ লক্ষ মানুষের ঢল নামবে হুগলির আলোর শহর চন্দননগরে। উৎসবের তোড়জোড় চলছে একদম জোর কদমে। শুক্রবার বিকেলে চন্দননগর স্ট্যান্ড ঘাটে সাংবাদিক সম্মেলন করে চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগী পুলিশি নিরাপত্তা ও যান চলাচলের নিয়মাবলী জানান শহরবাসীকে। শনিবার থেকেই লাগু হবে সেই সমস্ত নিয়মাবলী। দুপুর দুটো থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি।
দিনে যান নিয়ন্ত্রণ করা হবে কতটা ভিড় রয়েছে তা দেখে। একান্ত জরুরী প্রয়োজন বা বিশেষ অনুমতি ছাড়া জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে গাড়ি ব্যবহার করতে পারবেন না শহরবাসী। রাস্তায় অটো টোটো পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পঞ্চমী থেকে আগামী ৪ নভেম্বর বহাল থাকবে এই নিয়ম। শুক্রবার সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ৫ লক্ষ দর্শণার্থীদের ঢল একসঙ্গে রাস্তায় নামার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ঢাকের আওয়াজ ও মশালের আলো দুইয়ে মিলে এক রুমহর্ষক বাতাবরণ মশাল কালীর বিসর্জনে!
নিরাপত্তা বহাল রাখতে ৫০টি মোটর বাইক টহল দেবে প্রতিনিয়ত। খোলা হয়েছে স্পেশাল কন্ট্রোল রুমও। চব্বিশ ঘন্টা আড়াই হাজার পুলিশ প্রতিনিয়ত নজরদারি চালাবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। শহর জুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। থাকছে ড্রোন দিয়ে নজরদারি করার পরিষেবা। জি টি রোড ও দিল্লি রোডের সঙ্গে চন্দননগরের সংযোগকারী সাতটি জায়গায় ৪৪টি পয়েন্ট থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পথ কুকুরদের ভাইফোঁটা দিয়ে এক অনন্য নজির গড়লেন চন্দননগরের সঞ্চিতা
চন্দননগরের স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে কমিশনার জানান যাতে গাড়ির ব্যবহার না করা হয়। যদি কোন ইমারজেন্সি পরিষেবা থাকে তাহলে কন্ট্রোল রুমের নাম্বার বিভিন্ন জায়গায় পোস্টারে ব্যানারে দেওয়া রয়েছে সেখান থেকে যাতে কন্ট্রোল রুমের জানানো হয়। কোনও প্রকারের সাহায্যের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১৯১২১ এবং কন্ট্রোল রুম নম্বর ৮৯০০৭৯৭৪১৭ চন্দননগরের সর্বত্র ডিসপ্লে করা থাকবে।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চন্দননগরের যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement