Hooghly News: পথ কুকুরদের ভাইফোঁটা দিয়ে এক অনন্য নজির গড়লেন চন্দননগরের সঞ্চিতা

Last Updated:

এক অন্যরকম ভাই ফোঁটার সাক্ষী রইল হুগলির চন্দননগর। এবার পথের সারমেয়দের ভাইফোঁটা চন্দননগরে। চন্দননগর বড়বাজার ও চন্দননগর স্ট্র্যান্ড অঞ্চলের প্রায় ৫০ থেকে ৬০ টি সারমেয়কে মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে সন্দেশ খাইয়ে ভাইফোঁটার দিন তাকে অন্য রকম ভাবে পালন করল চন্দননগরের সঞ্চিতা ও পিকাসো পাল।

+
title=

#হুগলি : এক অন্যরকম ভাই ফোঁটার সাক্ষী রইল হুগলির চন্দননগর। এবার পথের সারমেয়দের ভাইফোঁটা চন্দননগরে। চন্দননগর বড়বাজার ও চন্দননগর স্ট্র্যান্ড অঞ্চলের প্রায় ৫০ থেকে ৬০ টি সারমেয়কে মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে সন্দেশ খাইয়ে ভাইফোঁটার দিন তাকে অন্য রকম ভাবে পালন করল চন্দননগরের সঞ্চিতা ও পিকাসো পাল। সন্দেশ এরপর সব সারমেয়দের জন্য ছিল মাংস ভাত। পশুপ্রেমী সঞ্চিতা বরাবরই পথ সারমেয়দের নিয়ে কাজ করেন। প্রতিদিন সঞ্চিতা ও পিকাসো রাস্তায় ঘুরে ঘুরে পথ সারমেয়দের খাবার দেন।
চন্দননগরের শাওলি বটতলার বাড়ি থেকে টোটোয় করে খাবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন কত্তা-গিন্নি। প্রতিদিন দুশো থেকে আড়াইশোটি পথ সারমেয়কে খাবার খাওয়ান এই দম্পতি। এর সঙ্গে এলাকায় কোথাও কোনও কুকুর অসুস্থ হয়েছে শুনলেই ছুটে যান সঞ্চিতা। তার চিকিৎসা থেকে খাওয়ানোর দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে তুলে নেন। বাড়িতেও আশ্রয় দেন অনেককে। এই সময় পথ সারমেয়দের প্রতি অত্যাচার অনেক বেড়ে গেছে। তার এই পথ সারমেয়দের ভাইফোঁটা দেওয়া দেখে যদি কিছু মানুষ সচেতন হন।
advertisement
আরও পড়ুনঃ ঢাকের আওয়াজ ও মশালের আলো দুইয়ে মিলে এক রুমহর্ষক বাতাবরণ মশাল কালীর বিসর্জনে!
সেটা এই অবলা প্রানী গুলোর জন্য মঙ্গল। ভাইফোঁটা উপলক্ষে সঞ্চিতার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে সমস্ত নেটিজেনরা। সারমেওদের ভাই ফোঁটার আয়োজন উপলক্ষে সঞ্চিতা জানান, তিনি সাধারণ মানুষের কাছে একটি বার্তা তুলে দিতে চান যাতে মানুষরা পথ পুকুর দের নির্বিচারে আক্রমণ না করে। প্রায়শই দেখা যায় রাস্তার কুকুরকে অনেকেই গায়ে গরম জল ঢেলে দেয় অকারণে মারধর করে। এই ভাইফোঁটার মধ্যে দিয়ে সঞ্চিতা অঙ্গীকারবদ্ধ হয়েছেন চন্দননগরের প্রত্যেকটি পথ কুকুরের দিদি হওয়ার এবং তাদের রক্ষা করার।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পথ কুকুরদের ভাইফোঁটা দিয়ে এক অনন্য নজির গড়লেন চন্দননগরের সঞ্চিতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement