Hooghly News: ঢাকের আওয়াজ ও মশালের আলো দুইয়ে মিলে এক রুমহর্ষক বাতাবরণ মশাল কালীর বিসর্জনে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
হুগলি জেলার বলাগরের জাগ্রত মা মশাল কালী। বহু প্রাচীন এই পুজোর সূত্রপাত ডাকাতদের হাত ধরে। একসময় বলাগড় ছিল ডাকাতদের অধ্যষিত এলাকা। গঙ্গার পশ্চিম পাড়ের এই অঞ্চলে ছিল জলো ডাকাতদের আস্তানা।
#হুগলি : হুগলি জেলার বলাগরের জাগ্রত মা মশাল কালী। বহু প্রাচীন এই পুজোর সূত্রপাত ডাকাতদের হাত ধরে। একসময় বলাগড় ছিল ডাকাতদের অধ্যষিত এলাকা। গঙ্গার পশ্চিম পাড়ের এই অঞ্চলে ছিল জলো ডাকাতদের আস্তানা। গঙ্গা দিয়ে যে সমস্ত রাজা জমিদারদের পণ্যবাহী জাহাজ লুঠ করত ডাকাত দল। তাদেরই পূজিত দেবী ছিলেন এই মশাল কালি মা। প্রতি কালী পূজোতে ডাকাত দল মশাল জেলে মা কালী কে ভাসান দিতে নিয়ে আসতেন।
সেই প্রথম মেনে আজও পূজিত হচ্ছেন হুগলির বলাগড়ের মা মশাল কালী। বাংলার গল্প উপন্যাসে বারবার উঠে এসেছে ডাকাত ও তাদের পুজিতো দেবী মা কালীর কথা। অতীতে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে দেবী কালীর পূজা করতেন। দেওয়া হত বলিও। দেবী তুষ্ট হলে ডাকাতদের ডাকাতি সফল হত। তারপরেই হারে রে রে রে....। যদিও স্থানীয় মানুষদের কাছে ডাকাতরা ছিলেন না রবিনহুড। রাজাদের থেকে লুঠ করে নিয়ে এসে তা বিলিয়ে দিতেন স্থানীয় মানুষদের মধ্যে।
advertisement
advertisement
প্রতিবছর কালীপুজোর শেষ রাতে দেবীকে মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হত নিরঞ্জন এর জন্য। ঢাকের শব্দ আর মশালের আলোয় রোমহর্ষক বাতাবরণ আজও তৈরি হয় মশালকালী মাতার ভাসানোর দিনে। হুগলি জেলার বলাগড় ডাকাতদের আস্থানা হয়েছিল তার কারণ জমিদারদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। ডাকাতদের এক বড় অংশই একসময় জমিদারদের লেঠেল বাহিনীর সিপাহী ছিলেন। জমিদারদের জমিদারী চলে গেলে সেই লেঠেল বাহিনীরা পরিণত হয় ডাকাত দলে।
advertisement
আরও পড়ুনঃ মানকুন্ডু সার্বজনীনের এই বছরের থিম 'বোধোদয়'
রঘু ডাকাত, কালি ডাকাত, গগন ডাকাত সবাই কোনও না কোনও সময় জমিদারদের সিপাহী ছিলেন। পরবর্তীতে তারাই বিভিন্ন জায়গায় শুরু করেন এই ডাকাত কালী পূজা। এইরকমই একটি ডাকাত দলের কালী পূজা ছিল মশাল কালী মাতার পুজো। কালের নিয়মে ডাকাতি ও ডাকাত দল বিলুপ্ত হয়েছে। রয়ে গেছে তাদের আরাধনার দেবীর পুজো। স্থানীয় মানুষরা আজও সেই প্রাচীন রীতি নীতি মেনেই আরাধনা করে আসছেন মা কালীর।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
October 28, 2022 3:02 AM IST