Hooghly Jagadhatri Puja II মানকুন্ডু সার্বজনীনের এই বছরের থিম 'বোধোদয়'
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা হুগলি জেলার সর্ববৃহৎ উৎসবের। দুর্গাপূজার মত চারদিন আনন্দে ভাসবে হুগলির বাসিন্দারা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
#হুগলি : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা হুগলি জেলার সর্ববৃহৎ উৎসবের। দুর্গাপূজার মত চারদিন আনন্দে ভাসবে হুগলির বাসিন্দারা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। থিমের বাহার ও সাবেকিয়ানার এক অনন্য মেলবন্ধন ঘটবে জগদ্ধাত্রী পূজায়। ডাকের সাজের আকাশ ছোঁয়া কারিগরি, প্রতিমা ও তার সঙ্গে অত্যাধুনিক ভাবনার মণ্ডপ সজ্জা যা মুগ্ধ করে সকল দর্শনার্থীদের। তবে মন্ডপ শয্যার জন্য নানান সময় কারিগরদের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়।
সেই ঝুঁকিকে দূরে সরিয়ে রাখার জন্য এই বছর মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজার পুজো উদ্যোক্তারা এক অভিনব চিন্তা ভাবনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই বছর মানকুন্ডু সার্বজনীনের থিম 'বোধোদয়'। বর্তমান সময়ে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে গ্রাস হচ্ছে তাই ফুটিয়ে তোলা হবে মণ্ডপ সজ্জার মাধ্যমে। এই মন্ডপসজ্জার কাজ ও খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ কারিগরেরদের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের সেরার সেরা পুজো পাবেন 'চন্দননগর শ্রী' খেতাব
সেই কথাকে মাথায় রেখেই এই বছর মানকুন্ডু সার্বজনীন নিজেদের মণ্ডপ শয্যায় ব্যবহার করছেন ক্রেন ও অন্যান্য ভারি যন্ত্রাংশ। ক্রেনের সাহায্যে মন্ডপ তৈরির কাজ এর আগে কখনও হয়নি এই জেলায়। স্বভাবতই কারিগরদের সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে মন্ডপসজ্জা করার অভিনব চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। মানকুন্ডু সার্বজনীন এর এক কর্মকর্তা জানান তাদের মন্ডপের থিম সম্পর্কে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর আগের রাতেই ভয়াবহ আগুন ভদ্রেশ্বরে! মৃত্যু এক বৃদ্ধার
তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন তার থেকে বোধোদয় ঘটানোই তাদের প্রয়াস। সেই থিমকে ফুটিয়ে তোলার জন্য একটি ধাতুর তৈরি বিশাল আকৃতির মানুষের মুখ থাকছে মন্ডপের সামনে। একইসঙ্গে থাকছে একটি বিশাল আকৃতির ঘড়ি। যার মধ্যে ফেসবুক, টুইটার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মতন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিকে তুলে ধরা হবে। মানুষ তার জীবনের কতটা সময় ব্যয় করছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিতে তারই প্রতিরূপ স্বরূপ তাদের এ বছরের মণ্ডপসজ্জা।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
October 26, 2022 2:17 PM IST