Hooghly News: কালীপুজোর আগের রাতেই ভয়াবহ আগুন ভদ্রেশ্বরে! মৃত্যু এক বৃদ্ধার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কালী পুজোর আগের রাতে হুগলির ভদ্রেশ্বরের আবাসনে বিধ্বংসী আগুন। অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার রাত আটটা নাগাদ আগুন লাগে ভদ্রেশ্বর স্টেশন রোডে একটি আবাসনে। ওই আবাসনের তিনতলায় আগুন লাগে।
#হুগলি : কালী পুজোর আগের রাতে হুগলির ভদ্রেশ্বরের আবাসনে বিধ্বংসী আগুন। অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার রাত আটটা নাগাদ আগুন লাগে ভদ্রেশ্বর স্টেশন রোডে একটি আবাসনে। ওই আবাসনের তিনতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। তারাই উদ্ধার করে নিয়ে আসেন বৃদ্ধা শোভোনা চক্রবর্তীকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ভদ্রেশ্বরের ওই আবাসনে তিন তলায় একাই থাকতেন বছর ৮০-র শোভোনা চক্রবর্তী। আবাসনের বাসিন্দা ও স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। বৃদ্ধার ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাওয়া মাত্রই দমকলের কর্মীরা উপস্থিত হন স্থলে। আগুনের ভয়াবহতা দেখে আনা হয় দমকলের তিনটি ইঞ্জিন।
advertisement
আরও পড়ুনঃ হুগলির হরিপালের অদ্ভুত মা কালী! খুশি হন বাঁশির সুরে
আগুন নিভিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চাঁপদানি পৌরসভা সতের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন। কাউন্সিলর বলেন, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে কিন্তু এত বেশি ধোঁয়া ছিল যে ফ্ল্যাটের মধ্যে প্রথমে প্রবেশ করা যায় নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডানকুনিতে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু কোল ইন্ডিয়ার এক কর্মচারীর
তারপর জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়।বৃদ্ধা একাই থাকতেন ফ্ল্যাটে।আজ ভূত চতুর্দশীতে অনেকে প্রদীপ জ্বালেন। ফ্ল্যাটের ভিতর কোনো আগুনের সোর্স থেকে নাকি ইলেকট্রিক শর্ট সার্কিট ঠিক কি থেকে আগুন তা বোঝা যায়নি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
October 24, 2022 1:41 PM IST