Hooghly News: ডানকুনিতে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু কোল ইন্ডিয়ার এক কর্মচারীর
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
লোডিং আনলোডিং এর কাজ করতে গিয়ে বিপত্তি। পণ্যবাহী গাড়ির চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অবোধ যাদব। বছর ৩৫ বয়সী মৃত ব্যক্তি লোডিং আনলোডিং এর কাজ করছিলেন ডানকুনির কোল ইন্ডিয়া ফ্যাক্টরি ভিতরে তখনই ঘটে দুর্ঘটনা।
#হুগলি : লোডিং আনলোডিং এর কাজ করতে গিয়ে বিপত্তি। পণ্যবাহী গাড়ির চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অবোধ যাদব। বছর ৩৫ বয়সী মৃত ব্যক্তি লোডিং আনলোডিং এর কাজ করছিলেন ডানকুনির কোল ইন্ডিয়া ফ্যাক্টরি ভিতরে তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ। ঘটনাস্থলে মৃত্যু হয় অবোধ যাদবের। কাজের সূত্রে বিহার থেকে ডানকুনি এসেছিলেন বছর ৩৫ এর অবোধ যাদব। ডানকুনিতেই একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। ঠিকাদারি সংস্থার হয়ে কন্ট্রাকচুয়াল কাজ করতেন তিনি।
তার কাজ ছিল বড় বড় পণ্যবাহী গাড়িগুলি করে যা পণ্যদ্রব্য এসে পৌঁছায় সেগুলিকে খালি করা ও পুনরায় গাড়িগুলিতে পণ্যদ্রব্য বোঝাই করা। বেশ কয়েক বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি। রবিবার রাতেও প্রতিদিনের ন্যায় কাজে এসেছিলেন অবোধ। সাদা বালি আনলোডিং এর কাজ চলছিল ডানকুনির কল ইন্ডিয়া ফ্যাক্টরির ভিতরে। হঠাৎই ঘটে বিপত্তি।স্থানীয় এক সহকর্মী জানান, মৃত অবধ যাদব পণ্যবাহী ডাম্পার গাড়ির পিছনের চাকার দিকে দাঁড়িয়ে কাজ করছিলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রেমের সম্পর্ক পরিবার না মেনে নেওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুগলের!
সাদা বালি নামানোর কাজ চলছিল। হঠাৎই গাড়িটি স্টার্ট হয়ে যায়। কিছু বোঝার আগেই গাড়ির পিছনের চাকা পিষে দেয় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় শোরগোল। স্থানীয় কর্মরতরা তড়িঘড়ি ওই অবস্থায় অবোধ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে কোল ইন্ডিয়া ফ্যাক্টরিতে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক গালিব ড্রাইভার ও খালাসী। কিভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
Rahi Haldar
Location :
First Published :
October 17, 2022 2:28 PM IST