বৈঁচী গ্রামে জাতীয় পতাকা উত্তোলন, বীর সেনানীদের প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মান জানান বিএসএফ-এর কমান্ডার। ১১৮ ব্যাটেলিয়ানের বিএসএফ কমান্ডার গনেশ দত্ত গৌতম বলেন, দেশের বিভিন্ন প্রান্তের এমন স্বাধীনতা সংগ্রামীদের ভূমি থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।সেখানে অমৃত বাটিকা তৈরীতে সেই মাটি ব্যবহার করা হবে।
আরও পড়ুন: পর্যটক টানতে সাজানো হোক পরিকাঠামো, চাইছে বিপ্লবী বটুকেশ্বর দত্তের গ্রাম
advertisement
আরও পড়ুন: প্রেমিকাকে ভিডিও পাঠিয়ে এ কী করলেন প্রেমিক! কালনায় মারাত্মক কাণ্ড
দেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ ভূৃমিকা ছিল। তাই সেই সময় যাঁরা এই আন্দোলন করেছিলেন,আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন, তাঁদের পরিবারকে এ ভাবে সম্মান জানাতে উদ্যোগ নিয়েছে দেশের সরকার।
প্রণব বন্দ্যোপাধ্যায়ের ছেলে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, “গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন বাবা। তৎকালীন ইউনিয়ন বোর্ডের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রণব কুমার বন্দ্যোপাধ্যায় ও রামকৃষ্ণ বসু পুলিশের হাতে গ্রেফতার হন। প্রথমে হুগলি জেল, তারপর প্রেসিডেন্সি জেল, আলিপুর জেলে কারাবাস করে ১৯৪৪ সালে ছাড়া পান।১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাবাকে তাম্রপত্র দিয়ে সম্মান জানিয়েছিলেন।”
রাহী হালদার