আরও পড়ুন: চন্দননগর প্রস্তুত জগদ্ধাত্রী বন্দনায়, এবারের পুজো হবে পরিবেশ বান্ধব
এতে এক দিকে যেমন জঞ্জাল সমস্যা মিটছে। তেমনই অন্যদিকে পরিবেশ বান্ধব জৈবসার চাষে ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমছে। জানা যায় ওই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এবং এলাকা থেকে বিভিন্ন নোংরা আবর্জনা গাড়ির মাধ্যমে নিয়ে আসা হবে। আর এখান থেকেই পরীক্ষামূলকভাবে জৈব সার তৈরি করা হবে।এই বিষয়ে অঞ্চল সভাপতি জানান, “খানাকুল এক নম্বর ব্লকের পঞ্চায়েতের মিশন নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে উদ্যান গড়ে উঠেছে।
advertisement
আরও পড়ুন: সাইকেলেই ভারতের তীর্থদর্শন, হুগলি পৌঁছালেন গুজরাটের যুবক বিজয় সেবক
এখান থেকে প্লাস্টিক মুক্ত এবং যত্রতত্ত্ব নোংরা আবর্জনা মুক্ত করার উদ্দেশ্যে এই প্রথম ধাপ বলে জানিয়েছেন। কঠিন বর্জ্য প্রকল্পের যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত বাড়িগুলি থেকে এবং এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকেই গাড়ির মাধ্যমে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসা হবে এই জায়গায়।
এখান থেকেই পরীক্ষামূলকভাবে জৈব সার তৈরি করার পরিকল্পনা রাখা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে একটাই বার্তা যত্রতত্র এবং প্লাস্টিক মুক্ত গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ।অন্যদিকে কৃষকরা জানান বিভিন্ন নোংরা আবর্জনা এই উদ্যান থেকে জৈব সার হবে।এরফলে কীটনাশক থেকে জৈব সারের দিয়ে চাষ করলে অনেকটাই ফলন হবে।প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।
Suvojit Ghosh