সরকারি নির্দেশ অনুযায়ী ৭৫ মাইক্রোনের কম এর কোনও ব্যাগ ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা ৭৫ মাইক্রন নয় এমন ব্যাগ বিক্রি করছে। খুচরো ব্যবসায়ীরা সেই ব্যাগ কিনে আনছেন না জেনেই। চেয়ারম্যান অমিত রায় বলেন, নির্দেশ অমান্য করে যাঁরা সিঙ্গল ইউজ পলিথিন ক্যারি ব্যাগ ব্যবহার করছে তাদেরকে আমরা জরিমানা করছি এই ধরনের যারা অসাধু কারবার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ সোনার মেয়ের পাশে সমাজ সচেতক শিক্ষক
যে যে জায়গায় এই ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে সেই জায়গাতেও অভিযান চালাতে হবে।না হলে প্লাস্টিক নির্মূল করা যাবে না।এদিন চকবাজারের কয়েকটি দোকানে প্লাস্টিক ব্যবহার করায় তাদের জরিমানা করা হয়। মূলত ব্যবসায়ী যারা বাজার থেকে উপযুক্ত মানের ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ কিনে আনছেন, তাদের পক্ষে কোনও ভাবেই সম্ভব নয় পলিথিনের মান যাচাই করা।
আরও পড়ুনঃ এ কি কান্ড! রাতের অন্ধকারে কি লুঠের চেষ্টা দুষ্কৃতীর !
ফলে কিছু অসাধু ব্যবসায়ী শুধু মাত্র ৭৫ মাইক্রণ এর ছাপ লাগিয়ে নিম্ন মানের পলিথিন বাজারে ছাড়ছেন। যেকারণে এই সমস্ত অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করছেন সাধারণ মানুষ।
Rahi Haldar