Hooghly: এ কি কান্ড! রাতের অন্ধকারে কি লুঠের চেষ্টা দুষ্কৃতীর !

Last Updated:

এটিএম লুঠের চেষ্টা। হুগলির উত্তরপাড়ার একটি বেসরকারি ব্যাংকের এটিএম লুঠের চেষ্টা করে রবিবার রাতে এক দুষ্কৃতী। উত্তরপাড়া পুলিশ থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে উত্তরপাড়া কলেজের কাছে অবস্থিত ওই এটিএমটি।

#হুগলি: এটিএম লুঠের চেষ্টা। হুগলির উত্তরপাড়ার একটি বেসরকারি ব্যাংকের এটিএম লুঠের চেষ্টা করে রবিবার রাতে এক দুষ্কৃতী। উত্তরপাড়া পুলিশ থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে উত্তরপাড়া কলেজের কাছে অবস্থিত ওই এটিএমটি। এটিএমটি তে সিকিউরিটি গার্ড না থাকার সুযোগ নিয়েই এটিএম লুঠের চেষ্টা বলে জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার ধরা পড়েছে এটিএম লুঠের ঘটনা। মূলত যে এটিএম গুলিতে সিকিউরিটি গার্ড থাকে না সেই এটিএমগুলি পাখির চোখ অপরাধীদের। রাতের বেলায় যখন রাস্তাঘাট জনমানুষ শূন্য তখনই নিজেদের কুকর্মকে দিশা দেখাতে প্রস্তুত হয় এই সমস্ত অপরাধীরা। এটিএম ভেঙে টাকা লুঠ করা থেকে শুরু করে। এটিএমের মধ্যে ট্র্যাকার বসিয়ে গ্রাহকদের একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া এই সমস্ত কুকর্মই করে থাকে মূলত অপরাধীরা। তেমনি এক অপরাধ মূলক কাজ করার চেষ্টা করেছিল উত্তরপাড়ার একটি বেসরকারি ব্যাংকের এটিএমে।
স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগেও ওই এটিএমটি আরও আরেকবার লুঠ করার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই এটিএমটিতে কোন গার্ড ছিল। সেই সুযোগকে দুষ্কৃতীরা কাজে লাগিয়ে এই দুষ্কর্ম করতে সাহস পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা সুশান্ত লাহা বলেন, এটিএম গুলিতে সিকিউরিটি গার্ড রাখা অত্যন্ত জরুরী। সিকিউরিটি কার্ড না থাকলে যেমন এটিএম লুঠের চেষ্টা চলে তেমনি দুর্ভোগের শিকার হতে হয় কিছু সময় গ্রাহকদেরও।
advertisement
আরও পড়ুনঃ ২২ বছরেই ১৭ টি চাকরি পেয়ে নয়া নজির হুগলি এইচ.ই.টি.সি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের!
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এক দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ওই এটিএম এর মধ্যে ঢোকে এবং এটিএমটি লুঠ করার চেষ্টা করে। এটিএম ভেঙে টাকা বার করার চেষ্টা চালায়। কিন্তু তাতে ফল মেলেনি। তবে এটিএম এর মধ্যে থাকা সিসিটিভি ফুটেজে সেই ঘটনা রেকর্ড হয়েছে কিনা খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অভিনব জন্মদিন পালন প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের!
কে বা কারা? এই কাজ করছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন জায়াগায় এমন কিছু এটিএম রয়েছে যেখানে মূলত রাত্রে কোনও প্রহরী থাকে না।এই সমস্ত এটিএমকেই দুস্কৃতীরা বেছে নিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে।ফলে সমস্ত এটিএমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছেন গ্রাহকেরা।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: এ কি কান্ড! রাতের অন্ধকারে কি লুঠের চেষ্টা দুষ্কৃতীর !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement