অন্যদিকে অভিযুক্ত দাদা সমিত পাল বোনের সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানান, তিনি পরিবারের বড় সন্তান। অনেক দায়িত্ব পালন করেছেন। কুড়ি বছর আগে তার বিয়ে হওয়ার পর থেকে অবিবাহিত বোনের সঙ্গে বৌদির অশান্তি শুরু হয়। পরিস্থতি এমন হয় ডানকুনি থানায় ডায়রি করি। এখন তার বোন নাটক করছে।
আরও পড়ুন: সহজে আর লাখপতিও হতে পারবেন না! দাবি না মানলে আর বিক্রিই হবে না লটারি! জানুন
advertisement
স্থানীয় এক বাসিন্দা গুঞ্জন চক্রবর্তী জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা প্রতিদিন শোনা যাচ্ছে। মহিলার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা অমানবিক ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিও কোন সুরাহা পায়নি তাই বাধ্য হয়ে ধর্নায় বসেছেন।এই ঘটনা প্রসঙ্গে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান, কেউ উনাকে ঘর থেকে বার করে দেয়নি , ওই মহিলা বাড়িরই মেয়ে। জনপ্রতিনিধি হিসেবে তিনি ও ওনার কাছে অনুরোধ জানিয়েছিলেন ধর্না তুলে বাড়ি যেতে। দুপক্ষকেই প্রশাসনের কাছে যেতে বলা হয়েছে।
রাহী হালদার