TRENDING:

Hooghly News: চুরির আতঙ্কে ঘুম ছুটেছে খানাকুলের বাসিন্দাদের, তবুও উদাসীন পুলিশ প্রশাসন

Last Updated:

Hooghly News: এলাকায় চুরি কিছুতেই কমছে না। এই নিয়ে পুলিশের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনও লাভ  হচ্ছে  না  বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খানাকুল: এলাকায় চুরি কিছুতেই কমছে না। এই নিয়ে পুলিশের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনও লাভ  হচ্ছে  না  বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফের আবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো খানাকুলের ঘোষপুর এলাকায়। এদিন রাতেও দুষ্কৃতীরা স্থানীয় কুলাট এলাকায় তালা ভেঙে একটি ডাক্তারখানা এবং মুদিখানায় হানা দেয় এমনটাই অভিযোগ। তবে, ডাক্তারখানা থেকে কিছু টাকা চুরি করলেও মুদিখানা থেকে কিছু নিতে পারেনি। স্থানীয়দের অনুমান, হয়ত লোকজন এসে পড়ার ভয়েই দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল।
চুরির আতঙ্কে ঘুম ছুটেছে খানাকুলের বাসিন্দাদের, তবুও উদাসীন পুলিশ প্রশাসন
চুরির আতঙ্কে ঘুম ছুটেছে খানাকুলের বাসিন্দাদের, তবুও উদাসীন পুলিশ প্রশাসন
advertisement

উল্লেখ্য, কিছুদিন আগে স্থানীয় মালঞ্চ এলাকায় দুষ্কৃতীরা একটি ট্রাক্টর, একটি বাইক ও একটি ইঞ্জিন ভ্যান চুরি করেছিল। তাই, বারবার এই ঘটনায় এলাকার মানুষের ঘুম ছুটেছে। এই চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ গাড়ি থেকে নামিয়ে জি টি রোডের উপরে গুলি, সাতসকালে পান্ডুয়ায় শ্যুটআউট! মৃত ১

advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বারবার বিভিন্ন জায়গাতেই চুরি হওয়া নিয়ে আতঙ্কের মধ্যে আছে তাঁরা। অথচ চুরির ঘটনায় প্রশাসন নজর দেয় না বলেই অভিযোগ। তাঁরা প্রশ্ন তুলেছে গ্রামেগঞ্জে এত ভিলেজ পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে চুরি হয়। পুরো ঘটনা নিয়ে খবর যায় খানাকুল থানায়। পুলিশ সূত্রে খবর  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চুরির আতঙ্কে ঘুম ছুটেছে খানাকুলের বাসিন্দাদের, তবুও উদাসীন পুলিশ প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল