ওই পুকুরের উপরে গ্রামের বেশ কিছু মানুষের কর্মসংস্থান নির্ভর করছিল তা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে পঞ্চায়েত প্রধান। যদিও এই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছে পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারকেশ্বর সিঙ্গুর রাস্তার পাশে বালিগোড়ী এলাকায় পিডব্লুডি র একটি পুকুর ছিল। যে পুকুরের উপর বেশকিছুটা নির্ভরশীল ছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ,এলাকাবাসীরা প্রতিবাদ জানালেও তারকেশ্বর পৌরসভার সমস্ত আবর্জনা এই পুকুরে ক্রমাগত ফেলতে ফেলতে পুকুরটি ব্যবহার অযোগ্য করে তোলা হয়।
advertisement
আরও পড়ুন:
এরই মাঝে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্থানীয়দের জানান, তারকেশ্বর ধামে যাত্রীদের সুব্যবস্থার জন্য পুকুরটি বুজিয়ে তাতে গাড়ি পার্কিং জোন তৈরি করা হবে। সেইমতো পুকুরটি বুজিয়েও ফেলা হয়। কিন্তু গত কয়েকদিন আগে স্থানীয় মানুষজনের নজরে পড়ে জায়গাটির উপর ব্যক্তিগত নার্সারির জন্য কাজ করা শুরু হয়েছে। ব্যাপারটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবী,পঞ্চায়েত প্রধান কাটমানি নিয়ে ব্যক্তিগত সংস্থাকে জায়গাটি পাইয়ে দিয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের পালটা দাবী, পি ডব্লু ডি এর সঙ্গে কথা বলেই কাজ করা হয়েছে, নার্সারির জন্য কয়েকমাসের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। তারপর ওই জায়গায় পার্কিং জোনই তৈরি করবে পি ডব্লু ডি।
রাহী হালদার