ঝিলের পাশেই পড়েছিল একজোড়া পুরুষের জুতো। জুতো দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে নাবালিকাকে। ঘটনাস্থলে পুলিশ এলে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।পরিবার সূত্রে জানা গেছে, দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা। ভাই বোন বাড়ি ফিরলেও ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এর পর পরিবারের লোক থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবারের। নিখোঁজ থাকার চার দিন পর শনিবার ত্রয়োদশীর দিন সকালে বাড়ি থেকে এক কিমি দূরে জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায় একটি ঝিলে নাবালিকার মৃত দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন এসে জামা কাপড় দেখে দেহ সনাক্ত করেন। এর পর ঘটনা স্থলে আসে জাঙ্গিপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: এখানেই সাধনা করেছিলেন ভরদ্বাজ মুনি! মা নিম্ববাসিনী কে জানেন? পুজোয় মানুষের ভিড়
দেহ উদ্ধার করতে পুলিশকে বাধা দেয় স্থানীয় মানুষ ও পরিবারের লোকজন। দাবি, কুকুর এনে তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। দফায় দফায় পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরিবারের লোকেদের অভিযোগ, একাধিকবার তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে কোনও রকমই সহায়তা করা হয়নি। ঘটনাস্থলে এসে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তিনি জানান নাবালিকার মৃতদেহটি ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই জানা যাবে কীভাবে মৃত্যু হল। তিনি আরও জানান স্থানীয়দের অভিযোগ অনুযায়ী যদি কোনও পুলিশ অফিসার রিপোর্ট দায়ের করতে নারাজ হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রাহী হালদার