Birbhum News : এখানেই সাধনা করেছিলেন ভরদ্বাজ মুনি! মা নিম্ববাসিনী কে জানেন? পুজোয় মানুষের ভিড়

Last Updated:

এখানে নিম্ববাসিনী মায়ের পুজো হয় মহা ধুমধামে। জানুন মায়ের অজানা কাহিনি!

+
বেহিরা

বেহিরা কালিতলা

#বীরভূম : ত্রয়োদশীতে বীরভূমের সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের বেহিরা কালীতলায় ঐতিহ্যবাহী নিম্ববাসিনী মায়ের পুজো হয় মহা ধুমধামে। এই নিম্ববাসিনী মা এখানে মা দুর্গা, অন্নপূর্ণা, কালি এবং অন্যান্য রূপেও পূজিত হন। বছরের পর বছর ধরে চলে আসা প্রথাকে ঘিরেই ত্রয়োদশীতে এখানে বসে মেলা, হয় নানা অনুষ্ঠান।
কথিত আছে, কয়েক শতাব্দী আগে অষ্টাবক্র মুনি মা অন্নপূর্ণাকে সঙ্গে নিয়ে কাশি থেকে বক্রেশ্বরের দিকে যাচ্ছিলেন বক্রেশ্বর নদী ধরে। অষ্টাবক্র মুনির উদ্দেশ্য ছিল বক্রেশ্বরে মাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু এই যাওয়ার পথে বর্তমান পুরন্দরপুর বেহিরা গ্রামে নৌকা আটকে যায় জলের অভাবে। ওই সময় আবার ওই গ্রামে তপস্যা করছিলেন ভরদ্বাজ মুনি। আর সেই মুনির আহ্বানে দেবী অন্নপূর্ণা কালী রূপে বসে যান একটি নিমগাছের তলায়। তারপর তিনি সেখানেই প্রতিষ্ঠিত হলেন, নাম হল নিম্ববাসিনী কালী। আর এই কালী মায়ের নিত্যসেবা শুরু করেন ভরদ্বাজ মুনি।
advertisement
অন্যদিকে কবি তুলসী দাস গোস্বামীর রামচরিত মানসে এক জায়গায় উল্লেখ রয়েছে 'ভরদ্বাজ মুনি বসতি প্রয়াগা'। আর এই উল্লেখ্য অনুযায়ী যে সকল উদাহরণ পাওয়া যায় তার সাদৃশ্য রয়েছে বেহিরা গ্রামে। চারিদিক গভীর ঘন জঙ্গল, নানান ধরনের জানা-অজানা গাছের সমাবেশ। কোথাও কোনো রকম কোলাহল নেই। এমনকি বর্তমান পরিস্থিতিতেও এই এলাকায় এমন নির্জনতা চোখে পড়ে।
advertisement
advertisement
এখানে ভরদ্বাজ মুনি এবং অষ্টাবক্র মুনির দুটি মন্দির রয়েছে। যে দুটি মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের সামনে রয়েছে হাড়িকাঠ। এখনো মায়ের মন্দিরের পিছনে রয়েছে ঐতিহ্যবাহী সেই নিমগাছটি। এছাড়াও রয়েছে বেশকিছু সমাধিস্থল, মন্দির সংলগ্ন একটি আশ্রম এবং ডোবা।
advertisement
এখানে মন্দিরের মধ্যে এই নিম্ববাসিনী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এক কোণে। মায়ের মূর্তি মৃণ্ময়ী এবং চার ফুটের। মায়ের পরনে থাকে বেনারসি, নাকে টানা দেওয়া নথ, মায়ের চোখ আকর্ণ। এখানে মায়ের সাথে মহাদেব অর্থাৎ শিবকে দেখা যায় না। এর পিছনে যে কাহিনী রয়েছে তা থেকে জানা যায়, কাশিতে বাবা বিশ্বনাথকে রেখে তিনি একা এসেছিলেন বলে মহাদেব নেই। তবে মহাদেব না থাকলেও পাশে রয়েছে একটি শিবলিঙ্গ।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : এখানেই সাধনা করেছিলেন ভরদ্বাজ মুনি! মা নিম্ববাসিনী কে জানেন? পুজোয় মানুষের ভিড়
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement