দোলের দিন বর্ণনাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত হয়। বসন্তের গানে, হাতে আবীর নিয়ে প্রভাত ফেরিতে শামিল হন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা ও পরিবার পরিজনরা। এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, "আজ হোলির দিন সাত সকালে উত্তরপাড়ার ভদ্রকালি অঞ্চলের উত্তরপাড়া অনুভূতি নামের একটি সংগঠনের সদস্যরা পৌঁছে গিয়েছিল কোন্নগরের কানাইপুরের বাঁশাই তে "প্রচেষ্টা" নামের একটি স্কুলে। যেখানে আসা বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েরা ও সমাজের অত্যন্ত পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষজন। ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে গিয়ে বার বার আমাদের চোখের পাতা ভারী হয়ে আসছিল সকলের।
advertisement
আরও পড়ুন- প্রতিবেশীর এ কী রূপ, দাউদাউ করে জ্বালিয়ে দেওয়া হল মহিলাকে! হুগলিতে যেন নারকীয় কাণ্ড
আরও পড়ুন- হিমঘরের গ্যাস লিক করে দোলের সন্ধেয় বড় বিপর্যয়
এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির ইনচার্জ অনুপ মন্ডল ,যিনি এই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং সেই সব ছেলে মেয়েদের হাতে আবীর ও পিচকারি হাতে তুলে দেন। তিনি জানান এই ধরনের কাজকে পুলিশ প্রশাসন সর্বদা সাধুবাদ জানায় এবং এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন, পাশাপাশি আগামীদিনে এই ধরনের কর্মসূচিকেও স্বাগত জানিয়েছেন তাঁরা।
রাহী হালদার