Hooghly News: হিমঘরের গ্যাস লিক করে দোলের সন্ধেয় বড় বিপর্যয়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ধনিয়াখালির দশঘড়ার রতন কোল্ড স্টোরে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করে এই বিপত্তি ঘটে।
হুগলি: হিমঘরের গ্যাস লিক করে তীব্র আতঙ্ক ছড়াল ধনিয়াখালিতে। মঙ্গলবার সন্ধেয় এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে হিমঘরের অ্যামোনিয়া গ্যাস। শ্বাসকষ্ট ও তীব্র চোখ জ্বালা হতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।
ধনিয়াখালির দশঘড়ার রতন কোল্ড স্টোরে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করে এই বিপত্তি ঘটে। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এলাকার মানুষের। আতঙ্কিত গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকের গলা জ্বালাও করতে থাকে। পুলিশ ও দমকলকর্মীরা এসে দ্রুত স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যান।
advertisement
advertisement
হিমঘরের গ্যাস লিক নিয়ে দশঘড়া-২ পঞ্চায়েতের প্রধান সঞ্জয় আইরী বলেন, ওই কোল স্টোরেজের কনডেন্সার ফেটে গিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।তাঁদের স্থানীয় দশঘড়া প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে বড় কোনও বিপদ ঘটেনি।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 2:59 PM IST