South Bengal: প্রতিবেশীর এ কী রূপ, দাউদাউ করে জ্বালিয়ে দেওয়া হল মহিলাকে! হুগলিতে যেন নারকীয় কাণ্ড
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
South Bengal: আহত ওই মহিলার নাম তনুজা বেগম। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল পোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চকভেদুয়া গ্রামে।
খানাকুল: পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন মহিলা। এছাড়াও ছেলেকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত ওই মহিলার নাম তনুজা বেগম। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল পোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চকভেদুয়া গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে তাদের সম্পত্তিগত বিবাদ চলছিল। আহত পরিবারদের অভিযোগ তাদের বাড়িতে ঢুকে সমস্ত সোনার গয়না ছিনিয়ে নেয় । তারপর তনুজার গায়েকেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয় তনুজা। সঙ্গে সঙ্গে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকেরা তড়িঘড়ি আরামবাগের একটি হাসপাতালে রেফার করে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজনেরা দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
advertisement
advertisement
এই বিষয়ে এক ব্যক্তি জানান বেশ কয়েকদিন ধরে মেরে ফেলার হুমকি দেয়। মঙ্গলবার রাতে বাড়িতে একা পেয়ে সমস্ত গয়না পত্র লুট করে আগুন ধরিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনার চোখে আসতেই প্রতিবেশীরা এবং পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করি। পরিবারের লোকজন খানাকুল থানায় অভিযোগ দায়ের করে।
advertisement
খবর যায় খানাকুল থানায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
-----Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 3:18 PM IST

