রবিবার টেট পরীক্ষা হয়েছে রাজ্যে জুড়ে। হুগলিতে মোট ৩০৮৮১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। ৬৪ টি কেন্দ্রে হয়েছে টেট পরীক্ষা।পরীক্ষার সময় সীমা ছিল দুপুর ১২টা থেকে ২.৩০ পর্যন্ত মোট আড়াই ঘন্টা । পরীক্ষার্থীরা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন পরীক্ষা দিতে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। সেই কারণেই পরীক্ষার্থীর অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের সামনে থাকতে দেওয়া হয়নি । অগত্যা কাছাকাছি ডেস্টিনেশান ব্যন্ডেল চার্চ ঘুরে আসা।
advertisement
আরও পড়ুন - কড়া নজরদারি, থিকথিকে ভিড়! টেট পরীক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানেও
বড় দিনে ব্যান্ডেল চার্চে প্রবেশে নিষেধ থাকে। অন্য সময় খোলা থাকে চার্চ। চারশো বছরের প্রাচীন পর্তুগিজ চার্চের স্থাপত্য দেখতে তাই ভিড় জমান টেট পরীক্ষা কেন্দ্রে আসা মানুষ জন।
আরও পড়ুন - পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
ব্যান্ডেল চার্চে পরীক্ষার অভিভাবকেরা এসে অনেকেই নিজেদের প্রিয়জনের জন্য প্রার্থনাও করেন। অনেককেই দেখা গেল ধুপ মোমবাতি জ্বালিয়ে ভগবান যীশুর কাছে প্রার্থনা করতে। রবিবারের দুপুরে একদিকে যেমন টেট পরীক্ষার জন্য অভিভাবকদের উদ্বেগ। অন্যদিকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলে যাওয়ার পর ছোট্ট একটু ভ্রমণ করে ভালো সময় কাটিয়ে নিতে ব্যস্ত ছিলেন তারা। অনেকেই শীতের দুপুরের মিঠে রোদ উপভোগ করেছেন ব্যান্ডেল চার্চ এর বারান্দায় বসে।
Rahi Halder