Purba Bardhaman News: কড়া নজরদারি, থিকথিকে ভিড়! টেট পরীক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানেও 

Last Updated:

১১ ডিসেম্বর রবিবার টেট পরীক্ষা । পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে নিয়ে আসেন পরীক্ষার্থীরা। 

+
টেট

টেট পরীক্ষা কেন্দ্র

#পূর্ব বর্ধমান: ১১ ডিসেম্বর রবিবার টেট পরীক্ষা । পূর্ব বর্ধমান জেলার সাহারা বাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে নিয়ে আসেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল। এদিন পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
এদিন পরীক্ষার্থী অঙ্কিতা সুর বলেন , টেনশন তেমন হচ্ছে না তবে এতকিছুর পরও যে পরীক্ষা হচ্ছে এটাই অনেক । আন্দোলনকারীদের পাশে আছি ।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সব রকম ব্যবস্থা নিয়েছে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য। টেট পরীক্ষার জন্য কয়েকটি নির্দেশিকা জারি করা হয়। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক অথনটিকেশন বাধ্যতামূলক রাখা হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ছিল বাধ্যতামূলক । মোট ১ হাজার ৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হয়েছে । পরীক্ষায় বসেেন প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী । বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি লাগানো হয়েছিল। ১২টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত পরীক্ষা চলে ।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কড়া নজরদারি, থিকথিকে ভিড়! টেট পরীক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানেও 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement