ঘটনাটি ঘটে শেওড়াফুলি চার নম্বর রেল গেটের সামনে দিশারী মহিলা আবাসনের পুজো মণ্ডপে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, সাত বছর ধরে পুজো হচ্ছে এই আবাসনে। নমবীর গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই চুরির দৃশ্য ধরা পড়ে সিসি টিভিতে। সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন টুপি পরে পুজো মণ্ডপের সামনে এল,তার পিঠে ব্যাগ, হাতে একটা বড় সাদা ব্যাগ। প্রথমে ঠাকুরকে প্রণাম করল, এদিক ওদিক দেখে নিয়ে চটি খুলে মণ্ডপে প্রবেশ করল সে। কিছুক্ষণ পরে বেরিয়ে এল ভর্তি ব্যাগ নিয়ে।এরপর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল চোর।
advertisement
আরও পড়ুন: শিকল বেঁধে হয় শ্মশান কালী মায়ের বিসর্জন! একাদশীতে অন্য সুর বাজে দুবরাজপুরে! দেখুন
মা দুগ্গাকে প্রণাম করে চোর কি বলছিল যদিও সেটা অবশ্য ওই চোর ছাড়া কেউই বলতে পারবে না। তবে এই নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ মজার আসর তৈরি হয়েছে।চুরি গেছে ঠাকুরের বাসন পত্র, সহ পুজোর বিভিন্ন সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। সিসি টিভি ফুটেজ দেখে চোর ধরতে তৎপর হয়েছে পুলিশ। আবাসনের বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জানান,তাদের সাত বছরের পুজোয় এরকম কোনও দিন হয়নি।দশমী পুজোর আগে সব কিছু চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ওই দিন অনেক রাত পর্যন্ত আবাসনের লোকজন ছিল।তবে ভোরের দিকে মন্ডপে কেউ ছিল না। সেই সু্যোগে চোর চুরি করে চলে যায়।আবাসনের সিসি টিভিতে চোরের কীর্তি ধরা পড়েছে সেটা হয়ত চোরের জানা ছিল না।
রাহী হালদার