TRENDING:

Hooghly News: রেল স্টেশনে হঠাৎ অজ্ঞান মহিলা! তারপর যা হল! অবাক হবেন

Last Updated:

Hooghly News: হঠাৎ জ্ঞান হারান মহিলা! পড়ে যান স্টেশনেই! মহিলার সঙ্গে যা ঘটল জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হঠাৎই অচৈতন হয়ে পড়া এক মহিলাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি ভর্তির ব্যবস্থা করলেন অটো ও টোটো চালকরা। আর এই কাজে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক সুপ্রতিম কোলে। তাঁদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে, স্টেশনের রাস্তায় যেতে যেতে হঠাৎই জ্ঞান হারান ওই মহিলা। তখন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন চিকিৎসক সুপ্রতিমবাবু।
advertisement

এরপর স্থানীয় অটো ও অটোচালক এবং সুপ্রতিমবাবু ওই মহিলার প্রাথমিক শুশ্রূষা করেন। বিষয়টি জানানো হয় আরপিএফকেও। এরপরই সকলে মিলে তড়িঘড়ি ওই মহিলাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্রতিমবাবু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মহিলার আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে জানা যায়, ওই মহিলার নাম পায়েল ঘোষ। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন এলাকায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আরামবাগ হাসপাতালে ছুটে আসেন তাঁর জামাইবাবু।

advertisement

 আরও পড়ুন:  দীর্ঘ ২০ বছর পর শংসাপত্র পৌঁছল কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানের বাড়িতে!

আরও পড়ুন:

View More

এই বিষয়ে তিনি জানান, পায়েল এখন কিছুটা সুস্থ আছে। তার লো প্রেসার। বাড়ি থেকে ওষুধ কিনতে ‌যাচ্ছি বলেবেরিয়েছিল। তবে আরামবাগে কেন এসেছিল তা তিনি জানেন না। যদিও তার বিয়ে হয়েছিল আরামবাগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাপের বাড়ি থাকেন। সেই সুত্রে তিনি আরামবাগে আসতে পারেন। তবে পুরো বিষয়টি নিয়ে সাধুবাদ জানিয়েছে পরিবারের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রেল স্টেশনে হঠাৎ অজ্ঞান মহিলা! তারপর যা হল! অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল