এরপর স্থানীয় অটো ও অটোচালক এবং সুপ্রতিমবাবু ওই মহিলার প্রাথমিক শুশ্রূষা করেন। বিষয়টি জানানো হয় আরপিএফকেও। এরপরই সকলে মিলে তড়িঘড়ি ওই মহিলাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্রতিমবাবু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মহিলার আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে জানা যায়, ওই মহিলার নাম পায়েল ঘোষ। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন এলাকায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আরামবাগ হাসপাতালে ছুটে আসেন তাঁর জামাইবাবু।
advertisement
আরও পড়ুন: দীর্ঘ ২০ বছর পর শংসাপত্র পৌঁছল কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানের বাড়িতে!
আরও পড়ুন:
এই বিষয়ে তিনি জানান, পায়েল এখন কিছুটা সুস্থ আছে। তার লো প্রেসার। বাড়ি থেকে ওষুধ কিনতে যাচ্ছি বলেবেরিয়েছিল। তবে আরামবাগে কেন এসেছিল তা তিনি জানেন না। যদিও তার বিয়ে হয়েছিল আরামবাগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাপের বাড়ি থাকেন। সেই সুত্রে তিনি আরামবাগে আসতে পারেন। তবে পুরো বিষয়টি নিয়ে সাধুবাদ জানিয়েছে পরিবারের সদস্যরা।
Suvojit Ghosh