এর মধ্যে ভারতের অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ক্লাস সেভেনের ছাত্রী কৌশানী সামুই। কৌশানীর বাবা হাই স্কুলের শিক্ষক ও মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এছাড়াও তার একটি ভাই আছে। কৌশানী বলে, ছোট থেকেই আঁকার প্রতি খুব আগ্রহ ছিল। লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। তারপর থেকেই পুরোপুরি বাড়ি থেকে পাশে দাঁড়ানোয় আরও উৎসাহ পায় সে। তাই আজ এই সাফল্য অর্জন করতে পেরেছে।
advertisement
আরও পড়ুন: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে
আরও পড়ুন: সন্ধে নামলেই আচমকা জ্বলে উঠছে খড়ের গাদা! বলরামপুরকে গ্রাস করছে ভয়, শুরু শোরগোল
কৌশানীর মা জানান, 'মেয়ের প্রথম থেকেই গানের প্রতি আগ্রহ বেশি ছিল। কিন্তু কৌশানী লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। এরপর থেকেই সে বিভিন্ন আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল পিসপোস্টার মেরিট অ্যাওয়ার্ডের পুরস্কার আনতে বিদেশে যাবে কৌশানী।' কৌশানীর শিক্ষক জানান, 'প্রথম হওয়াতে বেশ ভালই লাগছে। পুরোটাই তার আগ্রহতেই হয়েছে।' তিনি চান আরও নাম করুক কৌশানী।
শুভজিৎ ঘোষ