জানা গেছে আরামবাগের এক যুবকের কাছে গোঘাটের মথুরা গ্রামের বাসিন্দা ফটিক ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা মেটাতে না পারায় রাতে পাওনাদাররা আসে ফটিকের কাছে।
আরামবাগ থেকে একটি বাইকে করে তিন জন মথুরা গ্রামের ফটিক ব়ায়ের কাছ থেকে সুদে ধার দেওয়া ৭০ হাজার টাকা নিতে এসেছিল। কিন্তু ফটিক রায় সেই টাকা দিতে না পারায় তাঁকে ঐ তিন যুবক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি ৩-৪ রাউন্ড গুলিও করে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: পাড়ার ছেলে চন্দ্রযান ৩-এর বিজ্ঞানী! শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ চুঁচুড়ায়
সেই সময় ফটিক রায়ের ছেলে অর্জুন রায় বাধা দিতে এলে তার বাঁ হাতে দুষ্কৃতীরা গুলি করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা তিনজন দুষ্কৃতির মধ্যে একজনকে ধরে ফেলে। খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা আটক করে যুবককে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি অর্জুনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Suvojit Ghosh