স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই বেশ কিছু জন বালক ও কিশোর নদীতে স্নান করতে নামে।ঠিক সেই সময় একজন তলিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বাকিরা চিৎকার করলে তড়িঘড়ি এসে নদীতে তল্লাশি চালায় স্থানীয়রা। দীর্ঘক্ষণ না পাওয়ার পর আরামবাগ থানায় খবর দেওয়া হয়। বাড়িতে না বলেই বেশ কিছু জন বালক নদীতে স্নান করছিল, সঙ্গে কোন অভিভাবক না থাকার ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন বাসিন্দারা।
advertisement
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর বিপর্যয় মোকাবেলার টিমকে খবর দেওয়ায় হয়। বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা দারকেশ্বর থেকে খোঁজ মেলে বিজয় ওঁরাওয়ের নিথর দেহের। বছর বারোর বিজয় ভাটার মোড় সংলগ্ন রাঁচি পাড়ার বাসিন্দা। এই ঘটনায় তার পরিবারে ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 8:25 PM IST