TRENDING:

Hemophilia: বেঁকে যাচ্ছে হাতের কনুই! মিলছে না হিমোফিলিয়া রোগের ওষুধ! কী এই রোগ? জানুন

Last Updated:

Hemophilia: হিমোফিলিয়ার আক্রান্ত রোগীদের মাসে আটবার করে হাসপাতাল থেকে ইনজেকশন নিতে হয়। তবে বিগত দেড় বছর ধরে ফ্যাক্টর বি এর ঔষধ অমিল রয়েছে। যার ফলে সমস্যায় পড়ছেন রোগী ও তাদের পরিবার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মানুষের বিরলতম রোগের মধ্যে একটি রোগ হল হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া এমন একটি রোগ যেখানে রোগীদের একবার রক্তক্ষরণ হতে শুরু হলে তা থামে না। এই রোগের সঠিক চিকিৎসা সময় মতো না হলে রোগীদের প্রাণ-শংসায় পর্যন্ত করতে পারে। জেলায় এই রোগে আক্রান্ত রোগী রয়েছে ২৮ জন। এই রোগেরও আবার দুটি পর্যায়ে রয়েছে একটি ‘ফ্যাক্টার A’ অন্যটি ‘ফ্যাক্টর B’।হিমোফিলিয়ার আক্রান্ত রোগীদের মাসে আটবার করে হাসপাতাল থেকে ইনজেকশন নিতে হয়। তবে বিগত দেড় বছর ধরে ফ্যাক্টর বি এর ঔষধ অমিল রয়েছে। যার ফলে সমস্যায় পড়ছেন রোগী ও তাদের পরিবার।
advertisement

হুগলি জেলায় দুটি হাসপাতালে হিমোফিলিয়া রোগীর আক্রান্তদের চিকিৎসা হয়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল এবং আরামবাগ হাসপাতালে। চুঁচুড়া এলাকায় A- B মিলিয়ে হিমোফিলিয়া আক্রান্তের সংখ্যা ২৮ জন । হাসপাতাল সূত্রে জানা যায় আক্রান্তের সপ্তাহে দুবার ইঞ্জেকশন দেওয়া হয়৷ জেলায় ল্যাবটরীর সংখ্যা কম হওয়ার কারণে রোগীদের চিহ্নিত করতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। এই রোগীর সংখ্যা মহিলাদের থেকে পুরুষেরা আক্রান্ত বেশী হয়।

advertisement

আরও পড়ুন:

চন্দনগরের আক্রান্ত রোগী কৃষ্ণচন্দ দাসের অভিযোগ হিমোফিলিয়ার A পরিষেবা পাওয়া গেলেও, হিমোফিলিয়া B ইঞ্জেকশান সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না। যাদের রক্তের ফ্যাক্টর লেবেল কম অথবা নেই তাদের প্রতিমাসে আটবার ডোজ দিতে হয়। আটবার হচ্ছে না, গতি দেড় বছর ধরে কোন কোন মাসে একবারও হয়নি বলে অভিযোগ। সঠিক সময় ইঞ্জেকশন না পাওয়ার জন্য হাতের কনুই বেঁকে গেছে। কাজ করার শক্তি হারিয়ে ফেলছেন কৃষ্ণচন্দ।হিমোফিলিয়ায় আক্রান্তরা সময় মতো চিকিৎসা না পেলে জীবনহানি হতে পারে।

advertisement

View More

আরও পড়ুন:

চুঁচুড়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার পার্থ ত্রিপাঠী জানান,হিমোফিলিয়া B ইঞ্জেকশনের যোগান কম।তাই কিছুটা সমস্যা আছে।তবে হিমোফিলিয়া A ইঞ্জেকশানের যোগান এখন ঠিক আছে।

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hemophilia: বেঁকে যাচ্ছে হাতের কনুই! মিলছে না হিমোফিলিয়া রোগের ওষুধ! কী এই রোগ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল