করোনার প্রকোপ কমতে আবারও পুরাতন জৌলুষ ফিরে এসেছে পুজোর উদ্যোক্তাদের মধ্যে। চন্দননগরের নামজাদা পূজা উদ্যোক্তাদের মধ্যে একটি হলো হাটখোলা মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এই বছর তাদের ৬১ তম বর্ষ। বিগত দুই বছর একদমই রংহীন সাদামাটা পুজো করেছিলেন পূজো উদ্যোক্তারা। কিন্তু এই বছর আবারও পুরাতন জৌলুষ ফিরে এসেছে। হারিয়ে যাওয়ার সমস্ত রং কে ফিরিয়ে নিয়ে এসেছেন মন্ডপের মধ্যে দিয়ে। এই বছরের তাদের থিম বর্ণিল।
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চন্দননগরের যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা
সমস্ত রংকে একত্রিত করে তৈরি করেছেন তারা তাদের পূজা মন্ডপ। যা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। পুজো সম্পর্কে একজন পূজা উদ্যোক্তা লালটু সেন বলেন, শেষ দুই বছর করোনার জন্য পুজোর জৌলুষ একেবারে কমে গিয়েছিল। শেষ দু বছর ধরে তারা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যাতে মহামারি প্রকোপ কেটে গিয়ে আবারও সবাই পুরাতন ছন্দে ফিরতে পারে। এই বছর যখন মহামারীর প্রকোপ কমেছে, সবাই পুরাতন ছন্দে ফিরছে ঠিক একইভাবে তাদেরও পুজোর জৌলুষ আবার ফিরে এসেছে।
Rahi Haldar