TRENDING:

Hooghly News: এবার কোন্নগর বারো মন্দির ঘাটে হরিদ্দারের মতন গঙ্গা আরতি!

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা প্রকাশ করেন, হরিদ্বারের মত এরাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হোক। সেই মত গতকালই কলকাতায় গঙ্গার ঘাট পরিদর্শন করেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা প্রকাশ করেন, হরিদ্বারের মত এরাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হোক। সেই মত গতকালই কলকাতায় গঙ্গার ঘাট পরিদর্শন করেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে অনেক মানুষ সন্ধারতি দেখতে পারবেন এমন ঘাট কলকাতায় পাওয়া সমস্যা হলেও শহরতলীর গঙ্গাঘাট গুলোতে সেই সমস্যা কম। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কোন্নগর পুরসভার পক্ষ থেকে বারো মন্দির ঘাটে সন্ধারতির জায়গা ঠিক করা হয়। মঙ্গলবার নারকেল ফাটিয়ে শাঁখ ঘন্টা বাজিয়ে গঙ্গা পুজোর মধ্য দিয়ে সন্ধারতির ঘোষনা করেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস।
advertisement

গঙ্গার পারে ফিতে ফেলে ঘাটের মাপ নেওয়া হয়। লোহার রেলিং দেওয়া হবে দূর্ঘটনা এড়াতে। আগামী বৃহস্পতিবার প্রতিপদ থেকে সন্ধারতি শুরু হবে।প্রতিদিন সন্ধায় বারো মন্দির ঘাটে হবে আরতি। এই বিষয়ে বারো মন্দিরের পুরোহিত শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন,গঙ্গার পশ্চিমকুল বারানসি সমতুল।বারো মন্দিরে বারোটি শিবলিঙ্গ আছে।বহু প্রাচীন এই ঘাট।কোন্নগর পুরসভা থেকে যে সন্ধারতির ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো। গঙ্গোত্রী থেকে সৃষ্টি হয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের গঙ্গা সাগরে মিশেছে। মা গঙ্গাকে আরাধনা করার জন্য গঙ্গা আরতি।

advertisement

আরও পড়ুনঃ রাজ্যে হাসপাতালগুলির মধ্যে হুগলিতে হতে চলেছে টাইপ ওয়ান ডায়াবেটিস ক্লিনিক

কোন্নগরের চেয়ারম্যান জানান, মুখ্যমন্ত্রী ঘোষনার পর কোন্নগর পুরসভার কাউন্সিলর, মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়। কোন্নগরের প্রাচীন বারো মন্দির ঘাটে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে। এই ঘাটে বহু মানুষ সকাল সন্ধা আসেন। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতে এই সন্ধারতি হবে। হুগলি জেলার মধ্যে দ্রষ্টব্য হবে কোন্নগরের গঙ্গা আরতি। স্থানীয় বাসিন্দারা খুশি। তাদের মতে অনেকেরই ইচ্ছা থাকলেও সামর্থ হয় না হরিদ্বার যাওয়া। গঙ্গা থাকলেও গঙ্গা আরতি দেখা হয়নি যাদের তাদের ভালো লাগবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এবার কোন্নগর বারো মন্দির ঘাটে হরিদ্দারের মতন গঙ্গা আরতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল