বৃহস্পতিবার সন্ধ্যার প্রতিপদে শুরু হলো গঙ্গা আরতি। কোন্নগর বার মন্দিরে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই কারণে বেছে নেওয়া বারো মন্দির ঘাটকে। প্রতিদিন সন্ধ্যায় বহু মানুষের সমাগম হয়, গঙ্গা তীরবর্তী কোন্নগরের এই স্থানে। বৃহস্পতিবার গঙ্গা আরতি দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাতারে কাতারে মানুষ এসেছিলেন নিজেদের আস্থা ও মা গঙ্গার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং গঙ্গা আরতির সৌন্দর্য দেখার জন্য।
advertisement
আরও পড়ুনঃ ৫ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধের নিথর দেহ মিলল গঙ্গায়
এই বিষয়ে শংকরাচার্য মঠের পিঠ পুরোহিত, পণ্ডিত রবি শংকর শাস্তি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন মা গঙ্গার আরতি যুগ যুগ ধরে হয়ে আসছে। গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গা যতদূর অবধি বয়েছে সর্বত্রই গঙ্গা আরতি করা উচিত। পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ্য ও একই সঙ্গে মা গঙ্গার বন্দনা মাতৃ বন্দনা সমতুল্য। গঙ্গা আরতি করার মাধ্যমে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ চুঁচুড়ার কার্তিকের লড়াই দেখতে ভিড় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের
এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান জানান, গঙ্গা আরতি দেখার জন্য বহু মানুষের সমাগম হয়েছে এবং কোন্নগর হুগলি নদীর তীরে গঙ্গার পাড়ে এই বার মন্দির ঘাট একটি তীর্থ স্থানের মতন । কোন্নগরের এই গঙ্গা আরতি আগামী দিনে মানুষের কাছে আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি জানান।
Rahi Haldar