১১ টা ৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেয় বন্দে ভারত বুলেট ট্রেন। ঠিক ১২ মিনিটের মধ্যে এসে পৌঁছয় ডানকুনি স্টেশনে। ঘড়ির কাঁটায় ১২টা ২ ট্রেন প্রথমবারের জন্য থামে ডানকুনি স্টেশনে। ১৫ মিনিট ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর রওনা দেয় তার গন্তব্যস্থলে।
আরও পড়ুন: সাত সকালেই বুকে ব্যথা, সময় না দিয়েই চলে গেলেন রাজ্যের মন্ত্রী! শেষযাত্রায় জনসমাগম
advertisement
ট্রেন থামার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় জমে যায়। রেল পুলিশের তরফ থেকে প্রশাসনিকভাবে নিরাপত্তার বন্দোবস্ত ছিল এদিন ডানকুনি স্টেশনে। ডানকুনি থেকে ছেড়ে কামারকুন্ডু স্টেশনে এসেও ২ মিনিটের জন্য দাঁড়ায় ট্রেনটি।
আরও পড়ুন: ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা! তিন অ্যাকাউন্ট থেকে মোট উধাও সাড়ে ৪ লাখ
ট্রেন স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ঢাক কাঁসর বাজিয়ে ট্রেনকে সংবর্ধনা দেওয়া হয়। পুষ্প বৃষ্টি করে নৃত্যের মাধ্যমে স্বাগতম জানানো হয় বাংলার প্রথম বুলেট ট্রেনকে।
রাহী হালদার