জানা যায় এই সংগঠন বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজ করে থাকেন। তাদের সংগঠনের সদস্যরা এলাকায় কোন ঘটনার খবর পাওয়া মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন ঃ জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল বাঁশের সেতু, খানাকুলে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে খানাকুলের একটি বাড়িতে আগুন লাগে। পরে পাশে থাকা চারটি বাড়িতেও ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আগুন এতটা ভয়ানক ছিল বাড়িতে থাকার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এমনকি মৃত্যু হয় এক মহিলারও। ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুশ্চিন্তায় পড়েন। এবার তাদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর এই খবর পাওয়া মাত্রই তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেয় সদস্যরা। তাদের বাড়িতে গিয়ে খাবার এবং একটি করে ত্রিপল তুলে দেওয়া হয়। যাতে পরিবারগুলি কিছুদিন নিজেদের সংসার চালাতে পারেন।
আরও পড়ুন ঃ রয়েছে সেতু, তবুও দারকেশ্বরের উপর ঝুঁকির পারাপার সদরঘাটে
তাদের একটাই লক্ষ্য এলাকায় যেকোনো সময় মানুষের বিপদ হলে তড়িঘড়ি তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য খানাকুলের এই স্বেচ্ছাসেবী সংগঠনের। তাই সকল সদস্যরা নিজেরা টাকা তুলে সামান্যতম জিনিসপত্র দিয়ে পাশে দাঁড়িয়েছি বলে জানিয়েছেন।
Suvojit Ghosh