Hooghly News: রয়েছে সেতু, তবুও দারকেশ্বরের উপর ঝুঁকির পারাপার সদরঘাটে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
একসময়ে অর্থাৎ রামকৃষ্ণ সেতু তৈরির আগে সদরঘাট দিয়ে নদী পারাপারে নৌকাই মানুষ সুবিধাজনক যাতাযাত ছিল। কিন্তু সেতু তৈরি হওয়ার পরেও নদী পারাপারে এখনও নৌকাতেই স্বচ্ছন্দ এলাকাবাসী।
আরামবাগ: আরামবাগের পুরনো ঐতিহ্য এখনও বজায় রেখে দারকেশ্বর নদের উপর ঝুঁকির পারাপার সদরঘাটে। তৎকালীন সময়ে অর্থাৎ রামকৃষ্ণ সেতু তৈরির আগে এই সদরঘাট দিয়ে নদী পারাপারে মানুষ সুবিধাজনক যাতাযাত ছিল। বাঁকুড়া, মেদিনীপুর এবং হুগলি এই তিন জেলার সংযোগস্থলে দারকেশ্বর নদের উপর তৈরি এই রামকৃষ্ণ সেতু। তবুও নদী পারাপারে নৌকাতেই এখনও স্বচ্ছন্দ এলাকাবাসী।
ঐতিহ্যবাহী সদরঘাটকে কেন্দ্র করে আরামবাগে গড়ে উঠেছে বাজার। সেই বাজার চলছে এখনো তার ছন্দে। কিছুটা ফিকে হয়েছে সদরঘাটের নদী পারাপার। এখন পাকার সেতু দিয়েই চলে যানবাহন। তবু সদরঘাট দিয়ে এখনও বহু মানুষ যাতায়াত করে।
আরও পড়ুন ঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ল দম্পতি
সদরঘাট দিয়ে পারাপার করতে গেলে এখনও বাঁশের সাঁকো নদী পারে পৌঁছাতে হয়। সাইকেল এবং মোটরসাইকেল নিয়েও যাতায়াত হয় সদরঘাট দিয়ে। বর্ষায় নদীতে বানা আসায় বাঁশের সাঁকো তুলে দিয়ে নৌকায় করে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। নদীর জল বাড়ায় চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে এপার থেকে ওপারে পারাপারের জন্য মানুষজনকে। সেই চিত্র উঠে আসছে সদরঘাটের ফেরি ঘাটে।
advertisement
advertisement
রাতের অন্ধকারে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় অসুবিধায় হচ্ছে ফেরি পারাপারে। সন্ধ্যেবেলায় বৈদ্যুতিক ব্যবস্থার আবেদন জানিয়েছেন ফেরিঘাট পারাপার সাধারণ মানুষজন। শুধু যে আরামবাগের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন সেই চিত্র নয়। পাশাপাশি বেশ কিছু এলাকায় এই ছবি উঠে আসছে সাধারণ মানুষের পারাপার।
আরও পড়ুন ঃ খেলা করতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হনুমান শাবক! যা করলেন স্থানীয়েরা… ভাবতে পারবেন না
ফেরিঘাটের মাঝিরা জানান ঐতিহ্য বজায় রেখে দীর্ঘ কয়েক বছর ধরে তিন জেলার মানুষ এখনো পারাপার করে। বর্ষার সময় নদীতে জল বাড়লে এভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার করিয়ে থাকি সাধারণ মানুষকে। আজও সেই সদরঘাটের ফেরি যোগাযোগ চলে আসছে।
advertisement
suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 8:38 PM IST